Kaun Banega Crorepati: বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের সঞ্চালিত জনপ্রিয় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৭তম সিজন সম্প্রচারিত হতে শুরু করেছে ১১ অগাস্ট থেকে আর এই অল্প সময়ের মধ্যেই এই নতুন সিজন পেয়েছে তাদের প্রথম কোটিপতিকে। ইতিমধ্যেই এই মঞ্চে (KBC 17) কোটিপতির শিরোপা পেয়েছেন উত্তরাখণ্ডের তরুণ আদিত্য কুমার (Aditya Kumar)। ১ কোটি টাকার প্রশ্নের সফল উত্তর দিয়েছেন আদিত্য কুমার। আর এই কোটিপতি হওয়াটাই তাঁর কাছে সবথেকে বড় মাইলফলক। সোনি টিভি তাদের এক্স হ্যান্ডলে এই পর্বের একটি প্রচারমূলক ক্লিপ পোস্ট করেছে যেখানে আদিত্যকে হটসিটে বসে থাকতে দেখা যাচ্ছে আর অমিতাভ বচ্চন তাঁর কোটি টাকা জেতার কৃতিত্বের ঘোষণা করছেন।

কে এই আদিত্য কুমার ? কীভাবে তিনি এই কৌন বনেগা ক্রোড়পতির হটসিটে এসে বসলেন ? এই সমস্ত তথ্য সনি টিভির ইনস্টাগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে একটি ভিডিয়ো ক্লিপের মাধ্যমে। উত্তরাখণ্ডের বাসিন্দা আদিত্য কুমার বর্তমানে CISF-এর একজন ডেপুটি কমান্ড্যান্ট। এখন তিনি উকাই গুজরাতের ইউটিপিএসে কর্মরত যা আদপে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। আদিত্য কুমার জানান যে শিক্ষাই হল সবথেকে বড় বিষয় যার কারণে তিনি আজ এখানে এসে পৌঁছেছেন। তাঁর যাত্রা সহজ ছিল না। পরীক্ষার জন্য তিনি ১০ বাই ১০ ফুটের একটি ঘরে নিজেকে বন্দি করে ফেলেছিলেন। এমনকী বন্ধু-বান্ধবদের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন। এক বছরের জন্য এই ত্যাগ স্বীকার করেই তিনি ইউপিএসসি পরীক্ষায় ষষ্ঠ স্থান অর্জন করেন।

আদিত্য কুমার এদিন হটসিটে বসেই সঞ্চালক অমিতাভ বচ্চনকে আরও জানান যে তিনিই দেশের প্রথম সিআইএসএফ জওয়ান যিনি এই প্ল্যাটফর্মে এসে পৌঁছেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে ১ কোটি টাকা জেতার সঙ্গে সঙ্গেই তাঁর আনন্দের সীমা থাকে না। তিনি প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি এক কোটি টাকা জিতে নিয়েছেন। আদিত্য কুমার এক সাক্ষাৎকারে এও জানিয়েছেন আগে যে অমিতাভ বচ্চনের চারিত্রিক নম্রতা তাঁর কাছে অত্যন্ত শ্রদ্ধার বিষয়। তাঁর থেকে পাওয়া প্রশংসাই টাকার থেকেও অনেক বড় পুরস্কার তাঁর কাছে।

সোম থেকে শুক্রবার রাত ৯টায় সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং সোনি লাইভ সম্প্রচারিত হয় ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭।’তবে ১ কোটি টাকা জিতে নিলেও আদিত্যর লক্ষ্য এবার ৭ কোটি টাকা। এই প্রশ্নের উত্তরও দিতে দেখা যায় তাঁকে, তবে সেটি সঠিক কিনা তা দেখানো হয় না। ৭ কোটি কি জেতা হল আদিত্যর ?