নয়াদিল্লি: বৃহস্পতিবারের কৌন বনেগা ক্রোড়পতি ৯-এর এপিসোড ৩৩-এ দুই প্রতিযোগী এসেছিলেন। কিন্তু তাঁদের মধ্যে প্রতিযোগী যোগেশ শর্মা মাঝপথেই খেলা ছেড়ে বেরিয়ে যান। যদিও অপর প্রতিযোগী গেম এগিয়ে নিয়ে যেতে রাজি হন পরবর্তী এপিসোডে। প্রসঙ্গত, বৃহস্পতিবারের কৌন বনেগা ক্রোড়পতি শুরু হয়েছিল যোগেশ শর্মার সঙ্গে। ৪০ হাজার টাকার জন্যে তাঁকে প্রশ্নও করা হয়।
খেলার শুরু থেকেই যোগেশকে দেখে বোঝা গিয়েছিল তিনি খুবই ঠাণ্ডা মাথার এবং আত্মবিশ্বাসী প্রতিযোগী। লক্ষ টাকার গণ্ডিতে খুবই অনায়সে পৌঁছে যান ওই প্রতিযোগী। ৬.৪ লক্ষ টাকার প্রশ্নও যখন করা হয়, তখনও অবধি এতটুকু হোঁচট না খেয়ে এগিয়ে যান প্রতিযোগী যোগেশ শর্মা। তবে ১২.৫ লক্ষ টাকার প্রশ্নে লাইফলাইনের সাহায্য নিতে হয় বিগ বিকে। তখনও তাঁর কাছে দুটি লাইলাইন বেঁচে ছিল। একটি হল ফোন অ্যা ফ্রেন্ড, অপরটি হল জোড়িদার। পরবর্তী রাউন্ড অর্থাত্ ২৫ লক্ষ টাকার প্রশ্নে যোগেশ নিজের উত্তর নিয়ে আত্মবিশ্বাসী না হলেও, সঠিক উত্তর দিতে পেরেছিলেন। তবে স্বভাববশত একটু উত্তেজনা তৈরির জন্যে অমিতাভ প্রশ্নের উত্তর ঠিক না ভুল, সেটার জবাব দিতে কিঞ্চিত বেশি সময় নিচ্ছিলেন। সেই সময় অমিতাভ যখন জবাব দেন তিনি ২৫ লক্ষ টাকা জিতে গেছেন, তখন যোগেশ স্বীকার করে ফেলেন, তাঁর হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়েছিল।
এরপর পরবর্তী রাউন্ডের জন্যে আর খেলতে রাজি হননি যোগেশ। তিনি ২৫ লক্ষ নিয়ে খেলা ছেড়ে চলে যান। এরপর হট সিটে এসে বসে খেলা চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আদিত্য দুবে।
তবে আপনাদের মধ্যে কেউ যদি কৌন বনেগা ক্রোড়পতির হট সিটে বসতে চান, তাহলে তাঁদের কাছে রইল কয়েকটি উদাহরণ, একনজরে দেখে নিন কীরকম প্রশ্ন করা হয় বিগ বি সঞ্চালিত বিখ্যাত এই শোয়ে।
#1 In the Ramayana, who among these did not participate in the battle of Lanka?
#2 Mewari, Kachhi, Bikaneri, Jaisalmeri are different breeds of which animal?
#3 In terms of area, which is the smallest union territory of India?
#4 Which of these politicians has served as a cabinet minister under the premiership of
#5 both Aatal Bihari Vajpayee and Manmohan Singh?
#6 The evidence of existence of which of these noble gases was first observed in India during a solar eclipse?
কেবিসি-র এই প্রতিযোগীর খেলা চলাকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার মতো অবস্থা হয়েছিল, কেন জানেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Oct 2017 09:24 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -