অশোকনগর: ৩০ ফুটের মই নেই! তাই আড়াই ঘণ্টা শূন্যে ঝুলে রইলেন এক ব্যক্তি। শেষমেষ উদ্ধার করা গেলেও, ততক্ষণে নিথর হয়ে গিয়েছে দেহ! মর্মান্তিক এই ঘটনা ঘটছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে।

রবিবার দুপুরের ঘটনা। রোপওয়ে সারানোর কাজ চলছিল অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্কে। আচমকাই কপিকল ছিঁড়ে দড়ির সঙ্গে জড়িয়ে শূন্যে আটকে পড়েন শিবু সাউ নামে বেসরকারি সংস্থার এক কর্মী। খবর দেওয়া হয় দমকলে। কিন্তু দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও, দমকল কর্মীরা উদ্ধার করতে পারেননি ঝুলতে থাকা শিবুকে। কারণ, অত উঁচু মই ছিল না তাঁদের কাছে!

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় আড়াই ঘণ্টা পর বারাসত থেকে আনা হয় ৩০ ফুট উঁচু মই। তারপর নামানো হয় ওই ব্যক্তিকে। উদ্ধারের পর তাঁকে অশোকনগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ৫২ বছরের শিবু সাউ ওড়িশার বাসিন্দা। অশোকনগর এলাকায় তিনি ভাড়া থাকতেন।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এই রোপওয়েটি খারাপ হয়ে পড়েছিল। এদিন তা সারানোর কাজ চলছিল। মিলেনিয়াম পার্কটি পুরসভার, কিন্তু রোপওয়েটি বেসরকারি সংস্থার তত্বাবধানে চলত। পুরপ্রধান প্রবোধ সরকার ওই সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

গত বছর ফেব্রুয়ারি মাসে দিঘার অমরাবতী পার্কে পর্যটক সমেত হঠাৎই থমকে যায় রোপওয়ে। আটকে পড়েন অন্তত ২০ জন পর্যটক। ঘণ্টাখানেক শূন্যে ঝুলে থাকার পর আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়। সে যাত্রায় অবশ্য কারও মৃত্যু হয়নি। কিন্তু এবার রোপওয়ে কেড়ে নিল প্রাণ।