মুম্বই: 'কৌন বনেগা ক্রৌড়পতি' সংক্ষেপে 'কেবিসি'র ১৬তম সিজন সদ্য শেষ হয়েছে। আর এরই মধ্যে নতুন সিজনের প্রস্তুতি (KBC 17) শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক পর্বের প্রস্তুতির একটি প্রোমো প্রকাশ পেয়েছে সম্প্রতি। বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এই প্রোমো শেয়ার করেছেন নিজের প্রোফাইলে। আর তা থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি আবারও হটসিটে দেখা যাবে অমিতাভ বচ্চনকে ?
'কাজই আদপে একজনের ভাগ্যকে স্বস্তি এনে দেয়। শোয়ের পরবর্তী সিজনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর এর প্রাথমিক ধাপ হল এই প্রোমো যা আপনাদের রেজিস্ট্রেশন করার উৎসাহ দেবে'। এমনটাই নিজের ব্লগে লিখে জানিয়েছেন অভিনেতা। আর একইসঙ্গে তিনি তাঁর ব্লগের থেকেই বেশ কিছু ছবি শেয়ার করেন সমাজমাধ্যমে যেখানে একটি ছবিতে দেখা যায় তিনি একটি সোফায় শুয়ে আছেন এবং ক্যামেরা উপর থেকে শ্যুট করছে গোটা দৃশ্যটা।
তারপরেই সেই লেখায় অমিতাভ জানান ঠিক কীভাবে একটি ছবি বা সিরিজ দেখার পরে মগ্ন হয়ে যায় তিনি এবং সেই সম্পর্কেই কথা বলতে থাকেন। তিনি লেখেন, 'সবার সঙ্গেই কি এমন হয় নাকি শুধু আমার সঙ্গেই... যখন আমরা কোনও ছবি দেখি তখন এত বেশি মগ্ন হয়ে পড়ি যে কিছুক্ষণ পরে আমরা নিজেরা ছবির সেই চরিত্রটির মতই আচরণ করতে শুরু করি'। এই পোস্টেই অমিতাভ তাঁর ভক্ত অনুরাগীদের উগাড়ি, গুড়ি পড়ওয়া, ইদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
২০০০ সালের ৩ জুলাই সোনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে শুরু হয়েছিল এই জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রৌড়পতি'। টেলিভিশন গেম শোয়ের মধ্যে অন্যতম এবং সবচেয়ে জনপ্রিয় 'কৌন বনেগা ক্রোড়পতি'। গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি 'হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার?'-এর আনুষ্ঠানিক হিন্দি সংস্করণ এটি। কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল যে দীর্ঘ ২৫ বছরের এই টেলিভিশন শো থেকে অব্যাহতি নিতে চলেছেন অমিতাভ বচ্চন। তবে এ নিয়ে তিনি নিজে আর কিছু বলেননি, ইন্ডাস্ট্রির মধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছে। এই 'কৌন বনেগা ক্রৌড়পতি' শো'-এর শুরুর দিন থেকেই তিনি সঞ্চালনা করে আসছেন, তাহলে তাঁর অবর্তমানে কার দখলে যাবে হটসিট ? জল্পনা শোনা গিয়েছিল ঐশ্বর্যা রাই বচ্চন এই শোয়ের সঞ্চালনা করতে পারেন। কিন্তু সেই জল্পনা উড়িয়ে আবারও এই শোয়ের প্রস্তুতির ইঙ্গিত দিলেন শাহেনশা।