কলকাতা: আজ কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) জন্মদিন। তাঁর নতুন ছবির চরিত্র সনাতনের জন্মদিন। সকাল সকাল তাই জন্মদিনের শুভেচ্ছা জানাতে অভিনেতা পরিচালককে ফোন করেছিলেন আরেক নবীন পরিচালক। তাঁকে স্নেহ করে 'শাহরুখ খান' বলে ডাকেন কৌশিক। জন্মদিনের শুভেচ্ছা জানানোর কৌশিক সেই নবীন পরিচালকের কাছে আবদারও করে ফেললেন, ফোনের মধ্যেই শাহরুখের মতো হাত ছড়িয়ে দাঁড়াতে। কিন্তু এই দুই পরিচালকের আলাপ সদ্য নয়। যাঁর পরিচালিত ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায় এখন অভিনেতা, সেই পরিচালকই একসময় কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে কাজ করেছেন জুনিয়র আর্টিস্ট হিসেবে! সেসময়ে তাঁর নামও জানতেন না কৌশিক। একমাত্র এবিপি লাইভকে সেই গল্প শোনালেন পরিচালক জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty)।
জিৎ চক্রবর্তীর নতুন ছবি কথামৃত মুক্তি পাবে ১৮ নভেম্বর। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন, কৌশিক গঙ্গোপাধ্যায় আর অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। জিৎ বলছেন, 'এই ছবিতে কাজ করার সময় কৌশিকদাকে আমি পুরনো একটা গল্প বলেছিলাম। সেই গল্প আমার আর কৌশিকদার। আজ থেকে প্রায় ১৪ বছর আগের ঘটনা। টলিউডে আমি তখন টিঁকে থাকার লড়াই চালাচ্ছি। অভিনেতা হিসেবে। হঠাৎ একজন বললেন, 'কাল শ্যুটিং আছে, চলে আসবি।' ব্যাগে একটা জামা নিয়ে চলে গেলাম ভারতলক্ষ্মী স্টুডিওতে। গিয়ে দেখলাম কৌশিক গঙ্গোপাধ্যায় শ্যুটিং করছেন, ছবির নাম জ্যাকপট।'
স্মৃতিতে ডুব দিয়ে জিৎ বলে চললেন, 'আমায় একটা আগুনরঙা জামা পরিয়ে দেওয়া হল। সিনটা ছিল একটা ক্যাফের। নায়ক হেঁটে আসবে, আর ক্যাফের অন্যান্য টেবিলে বসে সবাই খাওয়া দাওয়া করছে। আমি একটা পেপসি খাচ্ছিলাম। ফ্রেম ঠিক করার সময় কৌশিকদা বলে উঠলেন, 'লাল জামা পড়া ছেলেটাকে সামনে বসা'l। হিরো যেখান দিয়ে হেঁটে যাবে, আমায় উঠিয়ে এনে বসানো হল ঠিক তার পাশে। আমার প্রথম পর্দায় আসা, কৌশিক গঙ্গোপাধ্যায় ছবিতে। এইভাবে। ওই সিনটার জন্য মেরেকেটে ৩০০ টাকা পেয়েছিলাম। আর একরাশ অভিজ্ঞতা যার মূল্য হয় না। '
সেই ছবি আজও যত্নে রেখে দিয়েছেন জিৎ। কৌশিক গঙ্গোপাধ্যায়কে যখন সেই ছবি দেখিয়ে পুরনো কথা বলেছিলেন, অবাক হয়ে গিয়েছিলেন অভিনেতা পরিচালক। ছবির প্রথম শট সেই ভারতলক্ষ্মী স্টুডিওতেই। আগুনরঙা জামার সেই ছেলেই এখন ক্যামেরার পিছনে 'অ্যাকশান' বলছে, আর ক্যামেরার সামনে তখন নায়ক, কৌশিক গঙ্গোপাধ্যায়।