কলকাতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। বাংলা সিনে দুনিয়ার অন্যতম চর্চিত ও জনপ্রিয় হিট জুটি। এবার তাঁদের একসঙ্গে পঞ্চাশতম সিনেমা আসছে, নাম 'অযোগ্য' (Ajogyo)। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমায় দেখা যাবে জুটিকে। প্রকাশ্যে এল ছবির প্রথম গান 'তুই আমার হোবি না' (Tui Amar Hobi Na)। আর মুক্তি পেতেই সেই নিয়ে শুরু হল 'বানান বিতর্ক'। এই বিষয়ে এবিপি লাইভ যোগাযোগ করেছিল গানটির পরিচালক রণজয় ভট্টাচার্যের সঙ্গে। তাঁর কী মতামত?
'তুই আমার হোবি না' গানে 'ভুল' বানান! সোশ্যাল মিডিয়ায় জোর তরজা
এই প্রথমবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে কাজ করলেন রণজয় ভট্টাচার্য। তাঁর কথায় ও সুরে তৈরি গান 'তুই আমার হোবি না' প্রকাশ্যে এনেই শুরু হল 'অযোগ্য' ছবির অ্যালবাম রিলিজ। শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানটি মনে ধরেছে অনেকেরই। তবে এই গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্কও।
নেটিজেনদের একাংশের মতে গানটির শিরোনামে ভুল বানান ব্যবহার করা হয়েছে। 'হোবি' নয়, সঠিক বানান 'হবি'। এই প্রসঙ্গে ইতিমধ্যেই একটি পোস্ট করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি লিখেছেন, 'রণজয় চেয়েছিল গানের নামটা 'পর্ণমোচী দিন' হোক, আমি জেদ ধরে নাম রাখলাম 'তুই আমার হোবি না'। রণজয় সহমত না হয়েও মেনে নিয়েছিল আমার ভরসায়। 'হবি না'র বানান করা হল উচ্চারণ অনুযায়ী, আর 'hobby'-র বানান 'হবি' থেকে আলাদা করার জন্য। যেমন ভালবাসা বানান ভালোবাসাও হয়, তেমনি। না-পাওয়া ভালোবাসার এই গানের সহজ নাম তাই হল, 'তুই আমার হোবি না'! শুনুন ও শোনান।' কিন্তু সেই পোস্টের কমেন্ট বক্সেই অনেকেই এই বক্তব্যের বিরোধিতা করেছেন।
এই বিষয়ে রণজয়কে জিজ্ঞেস করা হলে তিনি খানিক হেসেই বলেন, 'যেটা হচ্ছে সেটা দেখে খুব অবাক হয়েছি। অবাক হচ্ছি কারণ মানুষের টাইটেলের বানান নিয়ে এত সমস্যা হচ্ছে যে তাঁরা গানটাই আর শুনছেন না। এটা তো বাংলা নিয়ে বিতর্কসভা হচ্ছে না। সেখানে বানান নিয়ে এত আলোচনা হলে বুঝতাম। আমার মনে হয় গানটা মানুষের শোনা উচিত। কৌশিকদা যুক্তি দিয়ে সুন্দর একটা পোস্ট করেছেন। কেউ যদি গানটা বাজে লেগেছে বলেন তাহলে সেটা মাথা পেতে নেব। গানটা শোনা উচিত সকলের। গোটা ঘটনায় অবাকও হয়েছি, হাসিও পাচ্ছে।' তবে ইতিমধ্যেই ছবির নির্মাতাদের সিদ্ধান্তে বদল আনা হয়েছে বানানে। রণজয় বলেন, 'কিছু মানুষ বানান নিয়ে কথা বলছিলেন। অনেকেই যদিও গানটা শুনেছেন। মানুষের কাছে গানটা পৌঁছে দেওয়াই উদ্দেশ্য। তাই অন্যান্য আলোচনা বাদ দিতে বানান বদলে দেওয়া হয়েছে।' এখন এই গানের নাম 'তুই আমার হ'বি না'।
প্রসঙ্গত, এই ছবির হাত ধরে প্রথমবার শ্রেয়া ঘোষালের সঙ্গেও কাজ করলেন রণজয়। উচ্ছ্বাস প্রকাশ করে সঙ্গীত পরিচালক বলেন, 'এত উচ্চতায় পৌঁছেও যে একজন শিল্পী হিসেবে এতটা সহযোগী, মাটির মানুষ হতে পারেন সেটা দেখাও খুবই অনুপ্রেরণাদায়ক। শ্রেয়া ঘোষালের সঙ্গে কাজ করে অনুপ্রাণিত হয়েছি। মজার বিষয় যখন এই গানটা তৈরি করেছিলাম, মনে মনে ভয়েস কাস্টিংয়ে ওঁর কথা ভেবেছিলাম। সেটাই বাস্তবায়িত হয়। এপ্রিলে রেকর্ড করি গানটি। ওঁর কণ্ঠ অন্য মাত্রা দিয়েছে গানটিকে।' প্রসঙ্গত, এই গানের মহিলা কণ্ঠে শোনা গেছে শ্রেয়ার গলা। এই গান পুরুষ কণ্ঠেও তৈরি হয়েছে বলে জানান রণজয়।
এই ছবি অনেক কারণে রণজয়ের কাছে স্পেশাল। কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রথম কাজ। তিনি বলেন, 'বাকেট লিস্টে তো ছিলই কৌশিকদার সঙ্গে কাজ করা। ওঁর ছবি নিয়ে তো কিছু বলার নেই। সেই সঙ্গে ওঁর মিউজিক্যাল জায়গাটাও এত দৃঢ়, সেটা আরও আনন্দ দিয়েছে। দারুণ অভিজ্ঞতা আমার।' সেই সঙ্গে প্রযোজনা সংস্থা 'সুরিন্দর ফিল্মস'-এর সঙ্গেও এটি রণজয়ের প্রথম কাজ। আর প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০তম ছবি এটি, একপ্রকার 'মাইলস্টোন' সিনেমা, সেখানে কাজের সুযোগ পেয়ে আপ্লুত সঙ্গীত পরিচালক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।