কলকাতা: এবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (Kazi Nazrul Islam) চরিত্রে দেখা যাবে অভিনেতা কিঞ্জল নন্দকে (Kinjal Nanda)। '৮/১২' খ্যাত অভিনেতাকে ফের ঐতিহাসিক চরিত্রে দেখতে স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরা। সিনেমার মূল গল্প কী? রইল বিস্তারিত তথ্য।


এবার কাজী নজরুল ইসলামের চরিত্রে কিঞ্জল নন্দ


বাংলায় এই প্রথমবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে তৈরি হতে চলেছে তাঁর বায়োপিক। মুখ্য চরিত্রে কিঞ্জল নন্দ।


বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চরিত্রে বড়পর্দায় দেখা যাবে কিঞ্জল নন্দকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক আব্দুল আলিম। ছবিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত তুলে ধরা হবে। নজরুলের এই বায়োপিকে বিশেষ চরিত্রে থাকছে আরও চমক। অন্যান্য চরিত্রে থাকবেন আরও একাধিক নামকরা অভিনেতা অভিনেত্রীরা। 


নজরুলের চরিত্র বড়পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব পেয়ে অবশ্যই উচ্ছ্বসিত অভিনেতা। এই প্রসঙ্গে কিঞ্জল নন্দ বলেন, 'শীতকালে এই ছবির শ্যুটিং শুরু হবে। ছবিতে অনেকটা 'প্রস্থেটিক' মেকআপের বিষয় রয়েছে। বহু ঐতিহাসিক চরিত্র এই ছবিতে জীবন্ত হয়ে উঠবে।' পর্দায় কবি কাজী নজরুল ইসলামের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য বর্তমানে নজরুল ইসলাম সম্পর্কে বিস্তর পড়াশোনা করছেন অভিনেতা, জানান সেই কথাও।


এই ছবির শ্যুটিং হতে চলেছে একটা বড় সময় ধরে। বাংলা ও বাংলার বাইরে গিয়ে ছবির শ্যুটিং হবে। ছবির চিত্রনাট্য লিখছেন সৌগত বসু। বর্তমানে স্ক্রিপ্ট লেখা প্রায় শেষ। এখনও চলছে কাজী নজরুল ইসলামের জীবনের নানা অধ্যায়ের ওপর নানা গবেষণা। ছবির একটা বড় অংশ হিসেবে থাকবে ছবির সঙ্গীত। মিউজিক নিয়ে কথা চলছে সঙ্গীত পরিচালক জয় সরকারের সঙ্গে। ছবির সম্পাদনার কাজ করবেন অর্ঘ্যকমল মিত্র।


আরও পড়ুন: Soumitrisha-Ritabhari: সৌমিতৃষার নতুন সফর, 'বহুরূপী'-র শ্যুটিং শেষ করলেন ঋতাভরী, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি


এই বিষয়ে পরিচালক আব্দুল আলিম বলেন, 'এই ছবিটি নিয়ে আমরা শ্যুটিংয়ে বিশেষ তাড়াহুড়ো করতে চাই না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের সবটাই তুলে ধরার চেষ্টা করা হবে এই ছবিতে। আমরা প্রতিটি দিক নিখুঁতভাবে রিসার্চ করছি। ছবিতে কিঞ্জল নন্দকে প্রাণবন্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হিসেবে দেখতে পাবেন দর্শক।' আপাতত অনুরাগীরা এক নতুন ও বাঙালির প্রাণের মানুষ নজরুলের চরিত্রে কিঞ্জলকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।