কলকাতা: 'খারিজ'-এর স্মৃতি ছুঁয়ে 'পালান'। নতুন ছবিকে অন্য ছন্দে বাঁধলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। আর বাবার লেখা গানকে সুরে বাঁধলেন ছেলে উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। মুক্তি পেল 'পালান' (Palan)-এর নতুন গান, 'আমি আর ও' (Ami ar O)।
আজ মুক্তি পেল ছবির নতুন গান। কৌশিকের কলমে এই গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন (Ujaan Ganguly)। মিউজিক প্রোডাকশনেপ দায়িত্বে রয়েছেন দেবায়ন বন্দ্যোপাধ্যায় (Debayan Banerjee)। আর এই গান মুক্তির অনুষ্ঠানে হাজির ছিলেন কৌশিক, উজান, ইন্দ্রনীল থেকে শুরু করে সমস্ত কলাকুশলীরাই।
১৯৮২ সালে মুক্তি পায় মৃণাল সেন (Mrinal Sen) পরিচালিত ছবি 'খারিজ'। কিংবদন্তি পরিচালকের শতবর্ষে, তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তৈরি হচ্ছে 'পালান'। সদ্যই মুক্তি পেয়েছে ‘পালান’-এর ট্রেলার। সেখানে প্রথম দৃশ্যেই সেই ১৯৮২ সালের সূত্র। প্রথম দৃশ্যেই অঞ্জন দত্তের কণ্ঠে শোনা যায়, সেই বাড়ির ভূমিকা। যে বাড়িতে ভেন্টিলেশনের অভাবে মারা যায় পালান। আর সেই বাড়িতেই বাস, অঞ্জন দত্ত ও মমতাশঙ্করের। একটা বাড়িতে বেড়ে ওঠা, তার আনাচ কানাচ স্মৃতিতে মোড়া, সেই বাড়িতেই বিয়ে হয়ে প্রথম পা রাখা, দাম্পত্য, গার্হস্থ্য, সব কিছু একটা বাড়িকে ঘিরে, যার জীর্ণকায় দশার জন্য ছেড়ে যেতে হবে। বেঁধে দেওয়া হয়েছে সময়। কারণ সেই বাড়ি 'বিপজ্জনক' হিসেবে চিহ্নিত। চাঙড় ভেঙে পড়ে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে যে কোনও অঘটন। সেই বাড়ি, বাড়িকে ঘিরে তৈরি আবেগ, বাবা ও মাকে নিয়ে কোথায় রাখা হবে, সেই হিসেব কষতে গিয়ে ছেলের কপালে ভাঁজ, অসুস্থ হয়ে পড়া বাবা, ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলার বলে দিচ্ছে ফের কৌশিক গঙ্গোপাধ্যায়ের বুননে তৈরি হয়েছে আবেগঘন এক ছবি।
কৌশিকের 'পালান'-এ অভিনয় করবেন অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার ও মমতা শঙ্কর। (Anjan Dutt, Sreela Majumdar and Mamata Shankar)। তাঁরা ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও পাওলি দামকে (Paoli Dam)। ১৯৮২ সালে মুক্তি পাওয়া মৃণাল সেনের 'খারিজ' ছবিতে 'হরি'-র ভূমিকায় অভিনয় করেছিলেন দেবপ্রীতম দাশগুপ্ত (Debapratim Dasgupta)। কৌশিকের এই নতুন ছবিতে দেবপ্রতীমকেও নতুনভাবে পাবেন দর্শক।