কলকাতা: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের (Saheb Chatterjee)-র বোন। দিল্লি নিবাসী অভিনেতার বোন ২ মাসের মেয়েকে দেখানোর জন্যই ফিরেছিলেন পরিবারের কাছে। সেখানেই ডেঙ্গিতে আক্রান্ত হন তিনি। মাত্র ২ দিনের মধ্যেই প্রয়াত হয়েছেন অভিনেতার বোন পিয়াসী চট্টোপাধ্যায়। ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)-র 'জওয়ান'-যোগ! নাহ কেবল শাহরুখ অনুরাগী হিসেবে নয়, বক্সঅফিসে কার্যত ছক্কা হাঁকাচ্ছে যে ছবি, সেই 'জওয়ান'-এর সংলাপের একাংশ নাকি লিখেছেন ঋতাভরী! বিষয়টা ঠিক কী? বিষয়টা নিজেই খোলসা করলেন বঙ্গকন্যা। দিনভর সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
পরাণের কলমে নতুন গোয়েন্দার রূপ পেলেন আবির
দেবালয় ভট্টাচার্য্য (Debaloy Bhattacharyya)-র পরিচালনায় নতুন গোয়েন্দার ভূমিকায় আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। আর তাঁর গল্প নাকি লিখছেন শ্রীস্বপনকুমার ওরফে পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)! আজ মুক্তি পেল এসভিএফ প্রযোজনা সংস্থার (SVF) নতুন ছবি 'শ্রীস্বপনকুমারের বাদামি হায়নার কবলে'-র মোশন পোস্টার। এই গল্পে, দীপক চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে আবিরকে। ফের আরও এক গোয়েন্দার চরিত্রে আবিরকে দেখা গেলেও, এই চরিত্র বেশ আলাদা হবে বলেই আশা নির্মাতাদের। আজ মোশন পোস্টারের সঙ্গে সঙ্গে মুক্তি পেয়েছে আবির ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের লুক। আবিরের লুকের সঙ্গে অনেকটা মিল পাওয়া যায় শার্লক হোমসের। তাঁর মাথায় বাদামি টুপি, গায়ে বাদামি লম্বা কোট ও হাতে রিভলবার। অন্যদিকে, তাঁরই পিছনে দাঁড়িয়ে রয়েছেন পরাণ। তাঁর এক হাতে একটি লাল খেলন হেলিকপ্টার, অন্য হাতে টর্চ। চোখে চশমা কিন্তু তাঁর মুখে বেশ রসিক হাসি।
ইতিমধ্যেই ওটিটিতে মুক্তি পাচ্ছে 'জওয়ান'?
বক্সঅফিসে একের পর এক ছক্কা হাঁকাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর 'জওয়ান' (Jawan)। আর ইতিমধ্যেই নাকি বিক্রি হয়ে গিয়েছে 'জওয়ান'-এর ওটিটি স্বত্ত্ব! মুক্তির ৫০ থেকে ৬০ দিনের মাথায় নাকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'জওয়ান', তবে এখনও পর্যন্ত সঠিকভাবে কোনও একটি দিন ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, ২৫০ কোটি টাকায় নেটফ্লিক্সে (Netflix)-এ বিক্রি হয়ে গিয়েছে 'জওয়ান'-এর স্বত্ব। কয়েকমাসের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'জওয়ান'। অন্যদিকে, বক্সঅফিসের দিকে নজর দিলে, ইতিমধ্যেই ৬০০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছে 'জওয়ান'। শাহরুখ-নয়নতারার এই ছবি বক্সঅফিসে নতুন নতুন রেকর্ড তৈরি করছে। 'জওয়ান' ছবিতে শাহরুখ খান, নয়নতারা (Nayanthara), বিজয় সেতুপতি (Vijay Sethupathi) ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মলহোত্র, প্রিয়মণি, লেহর, আলিয়া কুরেশি প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)।
৩৫০ কোটি টাকায় বিক্রি হল 'সালার'-এর সত্ত্ব!
প্রভাসের আসন্ন ছবি 'সালার' নিয়ে দর্শকের উন্মাদনা ক্রমশই বাড়ছে। এরইমধ্য়ে ছবি মুক্তির তারিখ পিছিয়েছে একাধিকবার। আর এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। বলিউডসূত্রের খবর, ৩৫০ কোটি টাকায় ইতিমধ্য়েই বিক্রি হয়ে গেছে এই ছবির সত্ত্ব। কন্নড়, হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষায় এই ছবিটি দেখতে পাবেন দর্শক। নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে এই ছবি। পাঁচটি ভাষাতেই এখানে ছবিটি দেখতে পাবেন দর্শক। অন্য়দিকে স্টার টিভিও এই ছবির সত্ত্ব কিনেছে। পৃথক ভাবে কত টাকা জানা না গেলেও শোনা যাচ্ছে ৩৫০ কোটি টাকায় স্যাটেলাইট, ডিজিটাল এবং অডিও সত্ত্ব বিক্রি করা হয়েছে।
ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মাত্র ৩ দিনের মধ্যে প্রয়াত সাহেব চট্টোপাধ্যায়ের বোন
ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের (Saheb Chatterjee)-র বোন। দিল্লি নিবাসী অভিনেতার বোন ২ মাসের মেয়েকে দেখানোর জন্যই ফিরেছিলেন পরিবারের কাছে। সেখানেই ডেঙ্গিতে আক্রান্ত হন তিনি। মাত্র ২ দিনের মধ্যেই প্রয়াত হয়েছেন অভিনেতার বোন পিয়াসী চট্টোপাধ্যায়, তাঁর বয়স চল্লিশের আশেপাশে। সদ্যই সোশ্যাল মিডিয়ায় তাঁর বোনের জন্য রক্তের আবেদন জানিয়ে পোস্ট করেছিলেন সাহেব। আজ সাহেব সেই পোস্টের প্রত্যুত্তরে জানান, মাত্র ৩ দিনের জ্বরেই প্রয়াত হয়েছেন তাঁর বোন পিয়াসী, আর রক্তদাতার প্রয়োজন নেই। সেই সঙ্গে সাহেব লিখেছেন, 'আমার এখনও এটা বিশ্বাস হচ্ছে না, তবুও বলতে হচ্ছে, মাত্র ৫ দিনের মধ্যে ডেঙ্গি আমার বোনের প্রাণ কেড়ে নিল।' একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সাহেবের মাসির মেয়ে পিয়াসী। তবে, ছোটবেলা থেকে সাহেবের বাড়িতে, তাঁর মায়ের কাছেই বড় হয়েছিলেন পিয়াসী। মাসি মারা যান খুব অল্প বয়সেই। শারীরিক জটিলতা ছিল পিয়াসীর, সেই কারণে ব্লাড-ব্যাঙ্কের রক্ত কাজে লাগছিল না তাঁর। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় রক্তদাতার জন্য আবেদন করেছিলেন তিনি। সাড়াও পেয়েছিলেন যথেষ্ট। তবে অনেক চেষ্টা করেও শেষরক্ষা হল না।
'জওয়ান'-এ ঋতাভরী যোগ!
ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)-র 'জওয়ান'-যোগ! নাহ কেবল শাহরুখ অনুরাগী হিসেবে নয়, বক্সঅফিসে কার্যত ছক্কা হাঁকাচ্ছে যে ছবি, সেই 'জওয়ান'-এর সংলাপের একাংশ নাকি লিখেছেন ঋতাভরী! বিষয়টা ঠিক কী? বিষয়টা নিজেই খোলসা করলেন বঙ্গকন্যা। সোশ্যাল মিডিয়ায় আজ ঋতাভরী শেয়ার করে নিয়েছেন 'জওয়ান'-এর নতুন ঝলক। সেটি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, 'অনেক মাথা খাটিয়ে, ভাবনাচিন্তা করে এই সংলাপ লেখা। তাও আবার কার জন্য? আর কেউ নন, তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। আমার ভাল-মন্দ সবকিছুর যে সঙ্গী, আমার বন্ধু সুমিত অরোরা, ওর সঙ্গে মিলে এই কাজটা করেছিলাম। সুমিত 'জওয়ান' ছবিটির সংলাপ লিখেছে এবং বলা বাহুল্য, দুর্দান্ত সাফল্য পেয়েছে। আমি দেখেছি, সুমিত কীভাবে নিজের প্রাণ ঢেলে, খাটনি করে নায়কের জন্য সংলাপ লিখেছে দিনের পর দিন। ২ বছর ধরে ও এই প্রোজেক্টটার জন্য খেটেছে। আমি ওকে শাহরুখ স্যারের ফ্যামিলি ম্যান হয়ে উঠতে দেখেছি। তোমার জন্য আমার ভীষণ গর্ব হয় সুমিত। ছবির সংলাপে একটা কবিতার প্রয়োজন ছিল। আমি আর সুমিত সেটা নিয়েই কাজ করছিলাম। সুমিত তার আগেই আমায় একটা বিবরণ দিয়েছিল যে কী কী লাগবে। ১ ঘণ্টার মধ্যেই ছন্দ মিলিয়ে একটা কবিতা বানিয়ে ফেললাম। তারপরে কিং খান যখন সেটা ওঁর গলায় ফোনে আমাদের শোনালেন..... আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল সেটা। সুমিত, অনেক অনেক ধন্যবাদ আমায় জওয়ান ঝড়ে সামিল করার জন্য। শেষমেষ, শাহরুখ মনে করেছেন, আমি সংলাপ লেখক হিসেবে নাকি সুমিতের থেকেও ভাল! ব্যাস... সবার বাবা বলে দিয়েছেন কিন্তু!'
আরও পড়ুন: Jeetu Kamal: জিতুর জীবনে আরও এক বিচ্ছেদ, অভিনেতার সেই 'প্রিয়'-কে?