মুম্বই: জীবনযুদ্ধ থেকে আনন্দ, খুশি, কষ্ট, 'কৌন বনেগা ক্রোড়পতি'- মঞ্চে হটসিটে বসে অনেক গল্পই শুনেছেন তিনি। গেম শো কেবলমাত্র তাঁর পরিচালনাতেই হয়ে ওঠে জীবন্ত। তিনি অমিতাভ বচ্চন, বলিউডের বিগ বি। কিন্তু এবার মঞ্চে বসে প্রতিযোগীর উত্তর শুনে অমিতাভ হাসিতে ফেটে পড়লেন, কখনও করলেন অল্প ভর্ৎসনাও। মধ্যপ্রদেশের কোসলেন্দ্র সিং তোমর-এর এপিসোডটি প্রাণবন্ত হয়ে উঠল কেবল মজার কথাবার্তার জন্যই।
'কৌন বনেগা ক্রোড়পতি' শো থেকে অল্প অঙ্কের টাকা জিতেই বাড়ি ফিরলেন মধ্যপ্রদেশের গ্রাম পঞ্চায়েতের সচিব কোসলেন্দ্র সিং তোমর। কিন্তু অমিতাভের প্রশ্নের একটি উত্তরই বদলে দিল এপিসোজের মোড়!। বিগ বি কোসলেন্দ্রকে প্রশ্ন করেছিলেন, এই টাকা নিয়ে সে কি করবে? উত্তরে কোসলেন্দ্র বলেন, প্রথমেই তিনি তাঁর স্ত্রীর মুখের প্লাস্টিক সার্জারি করাবেন। কারণ জানতে চাইলে আরও একটি মজার উত্তর দেন তিনি। বলেন, ১৫ বছর ধরে একই মুখ দেখে দেখে তিনি বিরক্ত হয়ে গিয়েছেন। এমন উত্তর পেয়ে অবাক হয়ে যান অমিতাভ। তাঁর অভিব্যক্তি বুঝতে পেরে কোসলেন্দ্র বলেন, তিনি মজা করছিলেন। হাসিতে ফেটে পড়েন অমিতাভ। তারপর কোসলেন্দ্রর স্ত্রীর উদ্দেশে বলেন, এইসব কথায় কান না দিতে। আর মজার ছলে হলেও এমন মন্তব্য করার জন্য কোসলেন্দ্রকে হালকা ভর্ৎসনাও করেন অমিতাভ।
সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল মধ্যপ্রদেশের গ্রাম পঞ্চায়েতের সচিবের এপিসোডের টিজার।
টাকা জিতলে স্ত্রীর মুখ প্লাস্টিক সার্জারি করে বদলে দেবেন! প্রতিযোগীর উত্তরে অবাক অমিতাভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Oct 2020 03:18 PM (IST)
জীবনযুদ্ধ থেকে আনন্দ, খুশি, কষ্ট, 'কৌন বনেগা ক্রোড়পতি'- মঞ্চে হটসিটে বসে অনেক গল্পই শুনেছেন তিনি। গেম শো কেবলমাত্র তাঁর পরিচালনাতেই হয়ে ওঠে জীবন্ত। তিনি অমিতাভ বচ্চন, বলিউডের বিগ বি। কিন্তু এবার মঞ্চে বসে প্রতিযোগীর উত্তর শুনে অমিতাভ হাসিতে ফেটে পড়লেন, কখনও করলেন অল্প ভর্ৎসনাও। মধ্যপ্রদেশের কোসলেন্দ্র সিং তোমর-এর এপিসোডটি প্রাণবন্ত হয়ে উঠল কেবল মজার কথাবার্তার জন্যই।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -