ঔরঙ্গাবাদ: প্রথম দফার ভোটগ্রহণের মধ্যেই বিহারে উদ্ধার এক জোড়া ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি।


বিহার পুলিশ জানিয়েছে, এদিন ঔরঙ্গাবাদের ধিবরা থেকে বুধবার সকালে ওই আইইডি উদ্ধার করে সিআরপিএফ-এর ১৫৩ ব্যাটালিয়ন। পরে তা নিষ্ক্রিয় করে বম্ব ডিজপোজাল স্কোয়াড।


পুলিশের অনুমান, মাওবাদীরাই এই আইইডি পেতেছিল। কোনও বড়সড় হামলার ছক ছিল তাদের। কিন্তু, নিরাপত্তাবাহিনীর তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।


জানা গিয়েছে, আইইডিগুলি ধিবরা পুলিশ থানার অন্তর্গত বালুগঞ্জ বারান্দা রোডের ওপর একটি একটি সেতুর তলায় রাখা হয়েছিল। অনুমান, বাহিনীর ক্ষতি করাই ছিল লক্ষ্য।


কিন্তু, সঠিক সময়ে ওই আইইডিগুলি নিষ্ক্রিয় হওয়ায় বড়সড় হামলার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ঔরঙ্গাবাদের পুলিশ সুপার সুধীর পরিকা জানান, আইইডি-গুলির বিস্ফোরণ ঘটলে বড় ক্ষতি হতে পারত।


প্রসঙ্গত, আজ বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। এদিনের ভোটগ্রহণ পর্বে মোট ১,০৬৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া।


১৬ জেলার ৭১টি আসনে আজ ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৩৫টি আসন মাওবাদী-অধ্যুষিত এলাকায়। মাওবাদীরা ইতিমধ্যেই ভোট বয়কটের ডাক দিয়েছে।