মুম্বই: করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। আর এর ফলেই ছবির কাজ শেষ হয়ে যাওয়ার পরও মুক্তি আটকে ছিল বেশ কিছু ছবির। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণার পরই একে একে ছবি মুক্তির ঘোষণা করতে থাকেন বলিউডের পরিচালক, প্রযোজনকা। তেমনই যশরাজ ফিল্মসের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে ১৯ নভেম্বর মুক্তি পাবে তাদের আগামী ছবি 'বান্টি অউর বাবলি টু'-র (Bunty Aur Babli 2) মুক্তি। তেমনই গতকাল মুক্তি পেয়েছে মাল্টিস্টারার এই ছবিতে। 'বান্টি অউর বাবলি টু' ছবি দিয়ে প্রায় বারো বছর পর রুপোলি পর্দায় একসঙ্গে দেখা গিয়েছে সেফ আলি খান এবং রানি মুখোপাধ্যায়কে। তবে এই ছবিতে শুধু তাঁরাই নন। রয়েছেন আরও এক জুটি। সেফ-রানির সঙ্গে এই ছবিতে দেখা গিয়েছে সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বরী ওয়াঘকে। ছবি মুক্তি পাওয়ার পর সম্প্রতি 'কৌন বনেগা ক্রোড়পতি'তে এসেছিলেন সেফ আলি খান (Saif Ali Khan) এবং রানি মুখোপাধ্য়ায় (Rani Mukerji)। সঞ্চালক অমিতাভ বচ্চনের চোখা চোখা প্রশ্নের জবাব দিয়ে কত টাকা জিততে পারলেন বলিউডের জনপ্রিয় এই জুটি?


আরও পড়ুন - Neha Kakkar Update: মা হতে চলেছেন নেহা কক্কর? অবশেষে সত্যিটা খোলসা করলেন গায়িকার স্বামী


'কৌন বনেগা ক্রোড়পতি'-র চলতি সিজনে শানদার শুক্রবার মানেই সঞ্চালক অমিতাভ বচ্চনের সামনে হটসিটে উপস্থিত থাকেন কোনও না কোনও তারকা। শানদার শুক্রবারে কখনও আমরা হাজির থাকতে দেখেছি দীপিকা পাড়ুকোন, ফারহা খানকে। আবার কখনও উপস্থিত থেকেছেন অলিম্পিক্স থেকে সোনাজয়ী নীরজ চোপড়া। তেমনই এই শুক্রবার 'বান্টি অউর বাবলি টু' ছবির প্রোমোশনে 'কৌন বনেগা ক্রোড়পতি'-র হটসিটে হাজির ছিলেন সেফ আলি খান এবং রানি মুখোপাধ্যায়। 'হম তুম' জুটি এদিন কোটি টাকার ঘরে পৌছতে না পারলেও জিতে নিলেন ২৫ লক্ষ টাকা। তাঁদের উদ্দেশে অমিতাভ বচ্চন প্রশ্ন ছুড়ে দেন যে, বাংলার কোন ব্যক্তি প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? বলিউডের জনপ্রিয় জুটির কাছে চারটি অপশন রাখেন অমিতাভ বচ্চন। সেফ আলি খান এবং রানি মুখোপাধ্য়ায়কে প্রণব মুখোপাধ্যায়, অমর্ত্য সেন, বিধানচন্দ্র রায় এবং মাদার টেরেসার মধ্যে থেকে সঠিক উত্তর বেছে নিতে হয়। আর দ্বিতীয় লাইফলাইন নিয়ে সঠিক উত্তর দেন সেফ -রানি। কী ছিল সঠিক উত্তর?


'হম তুম', 'তা রা রম পম'-র মতো ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সেফ আলি খান এবং রানি মুখোপাধ্যায়। এদিন 'কৌন বনেগা ক্রোড়পতি'-র মঞ্চে হাজির হয়ে জুটিতে 'হম তুম' ছবির জনপ্রিয় গানে পারফর্মও করেন তাঁরা। পাশাপাশি সঠিক উত্তর বিধানচন্দ্র রায় দিয়ে জিতে নেন ২৫ লক্ষ টাকাও।