মুম্বই: গতবছরই বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর (Neha Kakkar)। মনের মানুষ রোহনপ্রীত সিংহের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। তবে, সম্প্রতি বেশ কিছুদিন ধরে নায়িকার মা হতে চলার খবরে সরগরম নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই সেখানে নেহা কক্করের বেবি বাম্পের ছবি দেখা যাচ্ছে। অনুরাগীরা গায়িকার মা হতে চলার খবরে নানা পোস্টও করে ফেলেছেন। নেহা কক্করের সোশ্য়াল মিডিয়াতেও অনুরাগীরা কবে গুড নিউজ আসছে, তা জানতে চেয়েও কমেন্ট করে ফেলেছেন। অবশেষে আসল সত্যিটা প্রকাশ করলেন নায়িকার স্বামী রোহনপ্রীত সিংহ এবং তাঁর পরিবার। কী জানালেন তাঁরা? সত্যিই কি মা হতে চলেছেন নেহা?
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় নেহা কক্কর। প্রায়শই তাঁকে ছবি, ভিডিও পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি সিরিজ শুরু করেছেন 'কাঁটা লাগা' গায়িকা নেহা। সিরিজের নাম 'লাইফ অফ কক্করস'। নেহা কক্করের ইউটিউব চ্যানেলে আপলোড করা নতুন ভিডিওর প্রথম এপিসোডের টাইটেলে লেখা রয়েছে, 'নেহা কক্কর কি অন্তঃসত্ত্বা'?
আরও পড়ুন - Celebs Surrogacy Plan: বলিউডের কোন কোন তারকার জীবনে সন্তান এসেছে সারোগেসি ও IVF-র মাধ্যমে?
'লাইফ অফ কক্করস' সিরিজের এপিসোড শুরু হচ্ছে, যেখানে টোনি কক্করকে দেখা যাচ্ছে একটি শপিং মলে গিয়ে বাচ্চাদের খেলনা কিনতে। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, 'টোনি কক্কর বন গয়া মামা'। পরের দৃশ্যেই দেখা যাচ্ছে নেহা কক্করের স্বামী রোহনপ্রীত সিংহকে তাঁর মা ফোনে বকাবকি করছেন, কেন তিনি নেহার মা হওয়ার সুখবর দেননি সেই নিয়ে কথা বলতে দেখা যায়। যদিও ভিডিওর একেবারে শেষে গিয়ে নেহা কক্করের পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, গায়িকা এই মুহূর্তে মা হতে যাচ্ছেন না বা তিনি এখন অন্তঃসত্ত্বা নন। বরং পছন্দের খাবার অতিরিক্ত খেয়ে ফেলার কারণেই তাঁর ওজন অনেকটা বেড়ে গিয়েছে। পাশাপাশি নেহা কক্কর এবং তাঁর স্বামীও জানান যে, সন্তানের পরিকল্পনা তাঁরা আরও ২ থেকে ৩ বছর পর করবেন। এই মুহূর্তে তাঁদের জীবনে অনেক কিছু করার রয়েছে।