নয়াদিল্লি: রিয়েলিটি কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন শো হিসেবে পরিচিত। প্রতি বছরই দর্শকরা এই শো-র নয়া সিজনের অপেক্ষায় থাকেন।শো-র হট সিটে বসা প্রতিযোগীদের কেউ কেউ মোটা অঙ্কের পুরস্কার জেতেন, কেউ কেউ আবার পরিচিত মুখও হয়ে ওঠেন। এই শো-তে যোগ দিয়েছিল ১৪ বছরের এক কিশোর। প্রায় দুই দশক পর নিজের সাফল্যের হাত ধরে ফের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন সেদিনের সেই কিশোর।
২০০১-এ কেবিসি-র স্পেশ্যাল সিজন কেবিসি জুনিয়র-এ যোগ দিয়েছিলেন রবি মোহন সাইনি। ১৫ টি প্রশ্নের সঠিক জবাব দিয়ে জিতে নিয়েছিলেন ১ কোটি টাকার পুরস্কার। প্রায় দুই দশক আগের সেই কিশোর এখন আইপিএস অফিসার হিসেবে তাঁর প্রথম পোস্টিং-এ যোগ দিয়েছেন।
রবি মোহন সাইনির এখন বয়স প্রায় ৩৩। তিনি গুজরাতের পোরবন্দদরে এসপি হিসেবে কাজে যোগ দিয়েছেন।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাইনি জানিয়েছেন, তিনি জয়পুরের মহাত্মা গাঁধী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস করেছেন। এরপর ইন্টার্নশিপের সময় সিভিল সার্ভিসেসে নির্বাচিত হন।
সাইনির বাবা নেভি-তে কাজ করতেন। বাবার দ্বারা প্রভাবিত হয়ে আইপিএস-কে বেছে নিয়েছেন সাইনি।
সাইনি ২০১৪-তে আইপিএস-এ যোগ্যতা অর্জন করেন। সর্বভারতীয় স্তরে ৪৬১ র্যাঙ্ক করেন তিনি। তাঁর এই সাফল্যের খবর সামনে আসা পর অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
অন্যদিকে, খুব শীঘ্রই পর্দায় ফিরছে কেবিসি। এবার কেবিসি ১২ তম সিজন। অমিতাভ বচ্চন এই শো-এর সঞ্চালক।
কেবিসি-তে সব প্রশ্নের সঠিক জবাব দিয়ে এক কোটি টাকার পুরস্কার জয়ী কিশোর এবার সাফল্যের সিঁড়ি বেয়ে আইপিএস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 May 2020 01:20 PM (IST)
রিয়েলিটি কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন শো হিসেবে পরিচিত। প্রতি বছরই দর্শকরা এই শো-র নয়া সিজনের অপেক্ষায় থাকেন।শো-র হট সিটে বসা প্রতিযোগীদের কেউ কেউ মোটা অঙ্কের পুরস্কার জেতেন, কেউ কেউ আবার পরিচিত মুখও হয়ে ওঠেন। এই শো-তে যোগ দিয়েছিল ১৪ বছরের এক কিশোর।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -