সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আরও সুনির্দিষ্ট করে বলতে গেলে, সোশ্যাল মিডিয়ায় নিন্দের ঝড়। আর এই ঝড়ের মুখে এক পঞ্চম শ্রেণির ছাত্র । কারণ হয়ত এখন সকলেরই জানা। রাতারাতি প্রচারের আলোয় এসে পড়েছে গুজরাতের গান্ধীনগরের এই বছর দশেকের ছেলে।  ইশিত ভট্ট।  কৌন বনেগা ক্রোড়পতি (KBC season 17) সিজন ১৭–এ অমিতাভ বচ্চনের সামনে হটসিটে বসে সেই বাচ্চার 'বাচালতা'য় বিরক্ত নেটিজেনরা। যে বিগবি-কে দেখতে জলসা-র সামনে ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত, হটসিটে বসে তাঁকে কুর্নিশ জানায়, তারকা , মহাতারকারা, সেখানে এক কৈশোর ছুঁই ছুঁই ছেলের বাতুলতা দেখে স্তম্ভিত কেবিসির দর্শকরা। প্রশ্নের মুখে, তাঁর বাবা-মার অভিভাবকত্ব, আদর্শ শিক্ষা। সন্তান বড় করে তোলার নেপথ্যে তার বাবা-মায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।   সে তোয়াক্কা করে না খেলার নিয়ম কানুন। অমিতাভ বচ্চন যেখানে তাঁকে সস্নেহে নিয়ম বুঝিয়ে দিতে চান, তখন তাঁর তাচ্ছিল্য ভরা উত্তর, ওসব নিয়ম-টিয়ম আমার জানা আছে, আপনি প্রশ্ন করুন! কিংবা অপশন দেওয়ার আগেই তাঁর উত্তর বলে দেওয়া, বিগবি-কে প্রশ্ন শেষ করতে বারবার বাধা দেওয়ার প্রবণতা নেট দুনিয়া জুড়ে।  অমিতাভ বচ্চনের সঞ্চালিত এই শো-তে গত ১৬ বছরে কাউকে এমন ব্যবহার করতে দেখা গিয়েছে কি না সন্দেহ।  ইশিতের ‘ওভারস্মার্ট’ আচরণ তারিফ নয়, নিন্দারই সম্মুখীন হয়েছে। প্রশ্ন উঠেছে তাঁর সহবত শিক্ষা নিয়ে।                 

Continues below advertisement

কী করেছে সে ?               কখনও সে বলছে, আমি নিয়ম জানি, তাই নিয়ম বোঝাতে আসবেন না! কখনও সে বলে , এইপ্রশ্নের বার অপশন লাগে নাকি ! আবার কখনও অপশন চেয়ে তার তাড়া....আরে অপশন ডালো ...।  শেষ প্রশ্নে সে আরও ‘ওভারকনফিডেন্ট’। বিগবি বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও সে বলে, 'একবার নয় চার বার লক করতে পারেন আনসার...লকটা করুন আগে। তারপর দেখা যায় সে ভুল উত্তর দিয়েছে।' 

কেন এমন আচরণ  বাচ্চার?             

Continues below advertisement

এই ঘটনায় কেউ বাচ্চাটিকে রেস্টলেস বলেছে, কেউ আবার বলেছে মা-বাবার শাসনের অভাব। নেটদুনিয়ায় তার ব্যবহারে ঘুরে ফিরে আসছে তার সমালোচনা। কেউ কেউ আবার এই সমস্যার পিছনে মানসিক চঞ্চলতা ও শো-তে আসার আগে যথোপযুক্ত ট্রেনিংয়ের অভাব বলেও মনে করছে।