নয়াদিল্লি: যেমন আশা করা হয়েছিল, তেমনটাই বাস্তবে ঘটল। দক্ষিণী তারকা যশ (Yash) অভিনীত 'কেজিএফ: চ্যাপ্টার ২'-এর (‘K.G.F: Chapter 2’) প্রথম দিনের ব্যবসা ভাঙল রেকর্ড। ভারতীয় সিনেমার ইতিহাসে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসার রেকর্ড গড়ল 'কে জি এফ: চ্যাপ্টার ২'। প্রথম দিনে কত ব্যবসা করল এই ছবি?
'কে জি এফ: চ্যাপ্টার ২'-এর প্রথম দিনে রেকর্ড ব্যবসা
প্রথম দিনে দেশজুড়ে ১৩৪ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে 'কেজিএফ: চ্যাপ্টার ২'। এতদিনের সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি।
এই 'কেজিএফ: চ্যাপ্টার ২' একক তারকার ছবি হিসেবে সর্বোচ্চ ওপেনার হয়ে উঠেছে। শুধু হিন্দিতেই এই ছবি প্রথম দিনে ৬৩.৬৬ কোটি টাকার ব্যবসা করেছে। কর্ণাটকে প্রথম দিনে সর্বোচ্চ ব্যবসা করা কন্নড় ছবি এটি। একই ঘটনা কেরলেও। একইসঙ্গে 'কেজিএফ'-এর প্রথম দিনের রেকর্ডও ভাঙল এই ছবি।
'কে জি এফ: চ্যাপ্টার ১'
২০১৮ সালে মুক্তি পায় 'কে জি এফ চ্যাপ্টার ১' ছবিটি। সেই থেকে অনুরাগীরা দ্বিতীয় পর্ব মুক্তির অপেক্ষায় ছিলেন। প্রশান্ত নীল পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। বিশেষত অভিনেতা যশের অভিনয় মনে দাগ কেটেছিল সকলের।
আরও পড়ুন: Ranbir-Alia Marriage: আলিয়ার সামনে হাঁটু মুড়ে বসলেন রণবীর, দেখুন মালাবদলের মিষ্টি ভিডিও
'কে জি এফ চ্যাপ্টার ২' ছবিতে খলনায়ক অধীরার চরিত্রে দেখা গেছে বলিউড তারকা সঞ্জয় দত্তকে। অভিনেত্রী রবিনা টন্ডনকে দেখা যায় ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে। এছাড়াও ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে প্রকাশ রাজ, অনন্ত নাগ, শ্রীনিধি শেট্টি প্রমুখদের দেখা গেছে। এমনিতেই গত বছরে সঞ্জয় দত্ত ও রবিনা টন্ডনের লুক রিলিজ হতেই শোরগোল ফেলেছিল অনুরাগীদের মধ্যে।