কলকাতা: বাংলা সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে সংস্কৃতি। কাকতলীয়ভাবেই বাংলা নববর্ষের দিনেই পালিত হয় একটি বিশেষ দিন, ওয়ার্ল্ড আর্ট ডে (World Art Day)। বিভিন্ন শিল্পকলার কথা মাথায় রেখেই ১৫ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় ওয়ার্ল্ড আর্ট ডে।
কেন উদযাপন:
বিশ্বজুড়ে শিল্পকলার প্রসার এবং প্রচারের জন্য়ই বেছে নেওয়া হয়েছে এই দিনটি। শিল্পের উন্নতি এবং বিনোদনের দিকটি নিয়েও চলে নানা কাজ ও আলোচনা। বিশ্বজুড়ে নানা ভাবে শিল্পের এবং শিল্পকলার আরও উন্নতি নিয়ে আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন হয়। শিল্পের মাধ্যমে শান্তির বার্তাও দেওয়া হয়।
১৫ এপ্রিল কেন?
এই দিনটি কালজয়ী শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির জন্মবার্ষিকী। তাঁর জন্যই বেছে নেওয়া হয়েছে বিশেষ এই দিনটিকে। উদ্যোক্তাদের মতে, ভিঞ্চি বিশ্বশান্তি এবং শিল্পের স্বাধীনতার পক্ষে থেকেছেন। তাই এই বিষয়গুলি তুলে ধরতেই বেছে নেওয়া হয়েছে ১৫ এপ্রিল।
কাদের উদ্যোগ?
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্টের (International Association of Art) তত্ত্বাবধানে আন্তর্জাতিকভাবে World Art Day পালন করা হয়। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট সংস্থাটি UNESCO-এর সহযোগী একটি সংস্থা। দিনটি কালজয়ী শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির জন্মবার্ষিকী হিসেবেও পালিত হয়।
ইতিহাসের ছোঁয়া:
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্টের (International Association of Art) ১৭তম জেনারেল অ্যাসেম্বলি হয়েছিল মেক্সিকোয়। সেখানেই প্রথম World Art Day-এর বিষয়টি সামনে আসে। তারপর ২০১২ সাল থেকে এটি পালন করা শুরু হয়। একই সঙ্গে লিওনার্দো দ্য ভিঞ্চির জন্মদিনও পালন করা হয়।
প্রথমে এই বিশেষ দিনটি প্রথম স্পনসর করা হয়েছিল তুরস্কের বেদ্রি ব্যয়কম (Bedri Baykam)-এর তরফ। সমর্থন জানিয়েছিলেন মেক্সিকোর রোসা মারিয়া বুরিলো ভেলাস্কো (Rosa Maria Burillo Velasco), ফ্রান্সের অ্যান পোঁরি (Anne Pourny), চিনের নিউ ডায়েই (Liu Dawei), এছাড়াও সাইপ্রাস, সুইডেন, জাপান, স্লোভাকিয়ার তরফে অনেকে সমর্থন জানায়। পরে জেনারেল অ্যাসেম্বলিতে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাশ করা হয়।
আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডের বাজারে পা ফেলল বন্ধন