নয়াদিল্লি: একের পর এক ছক্কা হাঁকাচ্ছে যশ (Yash) অভিনীত 'কেজিএফ: চ্যাপ্টার ২' (KGF: Chapter 2)। ভাঙছে একের পর এক রেকর্ড। ফলে মুক্তির পর থেকেই প্রায়দিনই শিরোনামে থাকছে এই ছবি।
'কেজিএফ: চ্যাপ্টার ২'-এর মুকুটে নয়া পালক
গোটা বিশ্বে অর্থাৎ গ্লোবাল বক্স অফিসে (Global Box Office) 'কেজিএফ: চ্যাপ্টার ২' ১,১০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেছে। বিশ্বে এই পরিমাণে ব্যবসা করার তালিকায় ভারতীয় ছবি হিসাবে চতুর্থ স্থানে পৌঁছল 'কেজিএফ: চ্যাপ্টার ২'। এর আগে রয়েছে আমির খানের 'দঙ্গল', রাজামৌলির 'বাহুবলী ২: দ্য কনক্লুশন' ও 'আর আর আর'।
ট্যুইটারে পোস্ট করে ৭ মে অর্থাৎ ছবির ব্যবসার পরিসংখ্যান দিয়েছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ট্র্যাকার মনোবালা বিজয়বালান। প্রত্যেক সপ্তাহে কত করে ব্যবসা করেছে এই ছবি? প্রথম সপ্তাহে ৭২০.৩১ কোটি, দ্বিতীয় সপ্তাহে ২২৩.৫১ কোটি, তৃতীয় সপ্তাহে ১৪০.৫৫ কোটি টাকার ব্যবসা করে। চতুর্থ সপ্তাহের প্রথম দিনে ১১.৪৬ কোটি ও দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল ৮.৯০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। এযাবৎ বিশ্বজুড়ে মোট আয় ১ হাজার ১০৪.৭৩ কোটি টাকা।
'কেজিএফ: চ্যাপ্টার ২' হিন্দি সংস্করণের বাজিমাত
প্রশান্ত নীল (Prashanth Neel) পরিচালিত 'কেজিএফ: চ্যাপ্টার ২' একাধিক ভাষায় মুক্তি পেয়েছে ১৪ এপ্রিল। এই ছবি হিন্দি সংস্করণ সমস্ত রেকর্ড ভেঙেছে। এই ছবির তৃতীয় সপ্তাহের ব্যবসা 'বাহুবলী - দ্য কনক্লুশন'-এর পরে দ্বিতীয় স্থানে। 'বাহুবলী - দ্য কনক্লুশন' ৬৮ কোটির ব্যবসা করেছিল তৃতীয় সপ্তাহে।
আরও পড়ুন: Shah Rukh Khan: 'আসল' শাহরুখ কোন জন? ছবি দেখে উত্তর খুঁজে পেতে কালঘাম ছুটেছে অনুরাগীদেরই
৪০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে এই ছবি। চতুর্থ সপ্তাহের শুরুতে অর্থাৎ ২৩ নম্বর দিনে, শুক্রবার এই ছবির হিন্দি সংস্করণ ৩.৮৫ কোটি টাকার ব্যবসা করেছে।