KGF: Chapter 2 Trailer: প্রকাশ্যে 'কেজিএফ চ্যাপ্টার টু' ট্রেলার, তিন মিনিটের ভিডিওতে অনুরাগীদের উত্তেজনা বাড়ালেন যশ

এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ 'কেজিএফ চ্যাপ্টার টু' ছবির ট্রেলার পোস্ট করেন।যেখানে তিনি লিখেছেন, 'বক্স অফিসে সুনামির জন্য তৈরি থাকুন। মাত্র ২ মিনিট ৫৯ সেকেন্ডের ট্রেলার' গোটা ছবিটাই এখনও বাকি রয়েছে

Continues below advertisement

চেন্নাই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এল 'কেজিএফ চ্যাপ্টার টু' (KGF: Chapter 2) ছবির ট্রেলার। এদিন নেট মাধ্যমে মুক্তি পায় ছবির ট্রেলার। গোটা ছবিটা মুক্তি পেতে বাকি এখনও বেশ কয়েকটা দিন। কিন্তু তার আগে ট্রেলারেই অনুরাগীদের উত্তেজনা বেশ খানিকটা বাড়িয়ে দিলেন দক্ষিণী তারকা যশ। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় এই ছবির ট্রেলার পোস্ট করার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন যে, এই ছবি বক্স অফিসে সুনামি নিয়ে আসতে চলেছে।

Continues below advertisement

এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কেজিএফ চ্যাপ্টার টু' ছবির ট্রেলার (KGF: Chapter 2 Trailer) পোস্ট করেন। যেখানে তিনি লিখেছেন, 'বক্স অফিসে সুনামির জন্য তৈরি থাকুন। মাত্র ২ মিনিট ৫৯ সেকেন্ডের ট্রেলার' গোটা ছবিটাই এখনও বাকি রয়েছে। আগামী ১৪ এপ্রিল একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি। জানা গিয়েছে, হিন্দি, তামিল, তেলুগু, মালায়লম ভাষায় মুক্তি পাবে 'কেজিএফ চ্যাপ্টার টু'। প্রথম ছবির ব্যাপক সাফল্যের পর সিক্যুয়েলকে ঘিরে দর্শকদের উত্তেজনা টের পাওয়া গেল নেট মাধ্যমে। মাত্র তিন মিনিটের ট্রেলারে অ্যাকশনের যে ঝলক দেখা গিয়েছে, তাতে মুগ্ধ দর্শকেরা। 

আরও পড়ুন - Top Entertainment News Today: প্রকাশ্যে 'কুলপি' ট্রেলার, আইনক্স-পিভিআর সংযুক্তিকরণ, এক নজরে সেরা বিনোদনের খবর

প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পায় 'কে জি এফ চ্যাপ্টার ১' ছবিটি। সেই থেকে অনুরাগীরা দ্বিতীয় পর্ব মুক্তির অপেক্ষায় রয়েছেন। প্রশান্ত নীল পরিচালিত দর্শকদের পছন্দের ছবি 'কে জি এফ চ্যাপ্টার ২' ফিরছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। বিশেষত অভিনেতা যশের অভিনয় মনে দাগ কেটেছিল সকলের। ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল রকি। এই ছবিতেও প্রধান চরিত্রে দেখা যাবে যশকে। তবে 'কে জি এফ চ্যাপ্টার ২' ছবিতে খলনায়ক অধীরার চরিত্রে দেখা যাবে বলিউড তারকা সঞ্জয় দত্তকে। অভিনেত্রী রবিনা টন্ডনকে দেখা যাবে ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে। এছাড়াও ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে প্রকাশ রাজ, অনন্ত নাগ, শ্রীনিধি শেট্টি প্রমুখদের দেখা যাবে। এমনিতেই গত বছরে সঞ্জয় দত্ত ও রবিনা টন্ডনের লুক রিলিজ হতেই শোরগোল ফেলেছিল অনুরাগীদের মধ্যে।

Continues below advertisement
Sponsored Links by Taboola