কলকাতা: এর ঝাঁক ভূতকে নিয়ে আসছে মজার ছবি, 'ভূতের পাল্লায় ভূতনাথ'। অভিনয়ে খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), আরিয়ান ভৌমিক (Aryaan Bhowmick), মানসী সিনহা (Manoshi Sinha) , রাজু মজুমদার (Raju Majumdar), তরঙ্গ সরকার (Taranga Sarkar)। এছাড়াও রয়েছেন বাংলা থিয়েটারের চেনা মুখ সন্দীপ চট্টোপাধ্যায়, সুমন্ত রায়, নবাগতা অভিনেত্রীদের মধ্যে রয়েছেন অন্বেষা চট্টোপাধ্যায়।


সদ্যই প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকে অভিনেতা অভিনেত্রীদের লুক। সেখানে মানসী মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে লম্বা চুলে। কপালে বড় সিঁদুর টিপ, চোখে ল্যাপটানো কাজল। আরিয়ানকে দেখা যাচ্ছে শিবের ভূমিকায়। তার মুখে নীল রঙ। গায়ে বাঘ ছাল। গলায় রুদ্রাক্ষের মালা ও মাথায় জটা। পাঞ্জাবিতে চির পরিচিতই খরাজ মুখোপাধ্যায়ের লুক। হাসি মুখে তাঁর এই ছবিতে অবশ্য কোনও চমক নেই। বরং বেশ পরিচিতই দেখায় তাঁকে। অন্যদিকে কাঞ্চনের চরিত্র একজন ভূতের। তাঁর গোটা মুখে সাদা ও কালো রূপটান। গায়ে সাদা পোশাক। 


এই ছবির পরিচালক একজন ২৩ বছর বয়সী আইনজীবী। তিনি এই প্রথমবার ছবি পরিচালনা করছেন। পরিচালকের বিদিশা চট্টোপাধ্যায়ের কথায়, 'এই ছবি সপরিবারে দেখার জন্য একটা মজার ভূতের ছবি। থিয়েটার ও সিনেমার একটি মেলবন্ধন দেখা যাবে এই ছবিতে। এই ছবিতে আরিয়ানকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন ধারার একটা চরিত্রে। তাঁকে শিবের লুকে দেখা গিয়েছে। কাঞ্চনকে দেখা যাবে একটি ভূতের চরিত্রে। অন্যদিকে খরাজ মুখোপাধ্যায়কে দেখা যাবে একজন সুদখোর মহাজনের চরিত্রে। মানসী সিংহকে দেখা যাবে একজন ঝগড়ুটে বউয়ের চরিত্রে। সন্দীপ চট্টোপাধ্যায়কে দেখা যাবে মজার ব্যবসায়ীর ভূমিকায়।


২০২৪ সালের পুজোয় এই ছবিটি মুক্তি পাওয়ার কথা। পরিচালকের কথায়, সমস্ত স্বাদের দর্শকের কথা মাথায় রেখেই এই ছবিটি তৈরি করা হচ্ছে। ছবিতে রয়েছে একাধিক এমন অভিনেতা অভিনেত্রী যাঁরা নিজেদের জীবনে ও জগতে সুপ্রতিষ্ঠিত। শুধু তাই নয়, অন্যদিকে মানসী ইতিমধ্যেই একটি ছবিও পরিচালনা করে ফেলেছেন। মুক্তির অপেক্ষায় তাঁর দ্বিতীয় ছবিও। জোরকদমে চলছে কাজ। পাশপাশি অভিনয়ও করছেন অভিনেত্রী। অন্যদিকে সদ্য বলিউডে কাজ করে এসেছেন কাঞ্চন।


আরও পড়ুন: Sauraseni-Nikhil: 'মান অভিমানের পালা চলতে থাকুক', নিখিলের জন্মদিনে কী প্রেমের ইঙ্গিত সৌরসেনীর?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।