পড়াশোনার জন্য বিদেশে পাড়ি, বন্ধুদের বিদায় জানাতে গিয়ে আবেগে ভাসলেন খুশি কপূর
বনি অবশ্য হাসিমুখেই মেয়েকে বিদায় জানিয়েছেন। জাহ্নবীকে বলতে শোনা গিয়েছে যে, তাঁর বোন তাঁর বাবার খুব কাছের।
এই ছবিতে খুশিকে তাঁর খুড়তুতো বোন শানায়া কপূরের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে।
খুশিকে বিদায় ও শুভকামনা জানাতে অভিনেতা সঞ্জয় কপূরের স্ত্রী মাহিপ সান্ধু ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, কলেজে পড়তে রওনা।আমরা তোমাকে মিস করব।
জানা গেছে, খুশি নিউইয়র্কে ফিল্ম অ্যাকাডেমিতে অ্যাডমিশন নিয়েছেন।
খুশির বন্ধুদের বিদায় জানানোর সেই ছবি সামনে এসেছে। ছবিগুলিতে তাঁর বন্ধুদের যথেষ্ট আবেগপ্রবণ দেখিয়েছে।
মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে দেখা গেল খুশিকে। এখানকার একটি ভিডিও ও ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। খুশিকে বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন তাঁর বন্ধুরা। আর বন্ধুদের বিদায় জানাতে গিয়ে আবেগবিহ্বল হয়ে পড়লেন খুশি।
বিদেশে পাড়ি দেওয়ার আগে মুম্বই ও বন্ধুদের বিদায় জানালেন খুশি।
শ্রীদেবী ও বিশিষ্ট প্রযোজক বনি কপূরের ছোট মেয়ে খুশি বিদেশে পাড়ি দিলেন। পড়াশোনার জন্য নিউইয়র্কে গেলেন তিনি।