মুম্বই: একাধিকবার তাঁদের সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছে। কিন্তু কখনই নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্র। এরইমধ্যে জানা গিয়েছে, কিছুদিন আগেই ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছিলেন তাঁরা। নতুন বছর উদযাপন করতেই তাঁরা মালদ্বীপ যান বলে বি-টাউনের অন্দরের খবর। অনুরাগীদের জন্য তাঁরা মালদ্বীপে বেশ কিছু ছবি আপলোডও করেছেন।

আর সেই ছবিতেই ফের সম্পর্কের জল্পনা তুঙ্গে। শুধু ছবিই নয়। কিছুদিন আগে তাঁদের একটি ভিডিও সামনে এসেছে। যা থেকে স্পষ্ট সম্পর্কেই আছেন তাঁরা। যেখানে দেখা যাচ্ছে কিয়ারা বসে আছেন গাড়িতে। মুখে রয়েছে মাস্ক। পাপারাৎজির ক্যামেরা দেখে হকচকিয়ে যান অভিনেত্রী। মুখে কিছু না বললেও, ছবি তোলায় তিনি বেশ বিরক্ত হন। সাধারণ পোষাকেই ক্যামেরার সামনে ধরা দেন কিয়ারা।

কিছুদিন আগে ভাইরাল হয় কিয়ারার আরও একটি ছবি। যেখানে তাঁকে সিদ্ধার্থের পরিবারের সঙ্গে লাঞ্চ করতে দেখা যায়। ওই ছবিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। উল্লেখ্য, এরপর কিয়ারাকে দেখা যাবে জুগ জুগ জিও ছবিতে। তাঁর বিপরীতে আছেন বরুণ ধবন। ছবিতে দেখা যাবে অনিল কপূর, নীতু কপূরকে। দিনকয়েক আগে শেষ হয়েছে ছবির শ্যুটিং। সিদ্ধার্থ মালহোত্রকে দেখা যাবে থ্যাঙ্ক গড ছবিতে। ছবির শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। ছবির শ্যুটিংয়ের বেশ কিছু মুহূর্তের ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা। মিশন মজনু ছবিতেও অভিনয় করছেন সিদ্ধার্থ।