কলকাতা: 'শেরশাহ'-র জনপ্রিয় গানের তালে ঠোঁট মেলাচ্ছেন এক তানজানিয়ার এক ভাই-বোন! তার একপাশে জ্বলজ্বল করছে সিদ্ধার্থ মলহোত্র আর কিয়ারা আডবাণীর ছবি। ভিডিও শেয়ার করে মুগ্ধতা প্রকাশ করলেন খোদ কিয়ারা আডবাণী। 


চলতি বছরেই মুক্তি পেয়েছে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র অভিনীত ছবি 'শেরশাহ'। কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটে 'বিক্রম বত্রা'-র জীবনীকে রুপোলি পর্দায় তুলে ধরেছিল 'শেরশাহ'। ওটিটিতে মুক্তি পাওয়া এই ছবি সুপারহিট হয়েছিল। অন্যদিকে দর্শকদের মন জয় করেছিল ছবির প্রায় প্রত্যেকটা গান। এই ছবিরই গান 'রাতা লম্বিয়া লম্বিয়া' আলাদাভাবে মন ছুঁয়েছিল দর্শকদের। সেই গানের জনপ্রিয়তা এমনই, দেশ ছাড়িয়ে তা পৌঁছে গিয়েছে তানজানিয়াতেও!


আজ ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন পর্দার ডিম্পল চিমা ওরফে কিয়ারা আডবাণী। সেখানে দেখা যাচ্ছে, তানজানিয়ার প্রত্যন্ত গ্রামের এক আদিবাসী ভাইবোনকে। দুজনেই একটু সলজ্জ মুখে ঠোঁট মেলাচ্ছেন 'রাতা লম্বিয়া লম্বিয়া'-র সঙ্গে। সেই ভিডিওর একদিকে দেখা যাচ্ছে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রর ছবি। অন্যদিকে গ্রামের পোশাক পরা দুই ভাই-বোন। সেই ভিডিও শেয়ার করে লাভ ইমোজি দেন কিয়ারা। 



চলতি বছর স্বাধীনতা দিবসের আগেই মুক্তি পেয়েছিল বলিউড ছবি 'শেরশাহ'। ছবিটি আসলে কার্গিল যুদ্ধে শহিদ হওয়া ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের গল্প অনুসারে তৈরি এই ছবি। 'শেরশাহ' ছবিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে সমালোচকদের মন জিতে নিয়েছেন সিদ্ধার্থ মলহোত্র। আবার বিক্রম বাত্রার বাগদত্তা ডিম্পল ডিমার ভূমিকায় অভিনয় করেন কিয়ারা আডবাণী। তাঁর অভিনয়ও খুবই প্রশংসিত হয়। কোভিড পরিস্থিতি চলার কারণে সিনেমাহল বন্ধ থাকায় ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। বক্স অফিসেও সমান সাফল্য পায় ছবিটি। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর পক্ষ থেকে জানানো হয় যে, 'শেরশাহ'-ই এই প্ল্যাটফর্মে সবথেকে বেশিবার দেখা কোনও ভারতীয় ছবি। আর এই ছবিতে সিদ্ধার্থ-কিয়ারা জুটিকে পর্দায় একসঙ্গে দেখে আরও অভিভূত নেট নাগরিকরা। ফলে, তাঁদের সম্পর্কের রসায়ন অনেকটাই ধরা পড়েছে এই ছবিতে।