কলকাতা: জল্পনা ছিলই, অবশেষে এল সুখবর। সোশ্যাল মিডিয়ায় পরিবারে নতুন সদস্য আসার খবর শেয়ার করে নিলেন সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। সোশ্যাল মিডিয়ায় আজ একটি মিষ্টি পোস্ট করেছেন কিয়ারা ও সিদ্ধার্থ। সেখানে দেখা যাচ্ছে, সিদ্ধার্থের হাতের ওপর রাখা কিয়ারার হাত। আর কিয়ারার হাতের ওপর রাখা এক জোড়া সাদা, উলের বোনা মোজা। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে নিয়ে কিয়ারা লিখেছেন, 'আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার... খুব তাড়াতাড়ি আসতে চলেছে।'

কিয়ারা আডবাণী আর সিদ্ধার্থ মলহোত্র বলিউডের অন্যতম পাওয়ার কাপল। 'শেরশাহ' ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁদের সম্পর্কের শুরু। নিজেদের সম্পর্ক নিয়ে প্রথমটা কিছুই প্রকাশ করেননি তাঁরা। তবে তাঁদের প্রেম গোপন থাকেনি। সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছিল তাঁদের সম্পর্ক। এবং তারপরে তাঁদের স্বপ্নের বিবাহ বাসর। রাজস্থানের জয়সলমীরে রাজকীয় বিয়ে সেরেছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাঁদের বিয়ের ছবি। সেই থেকেই তো অনুরাগীদের পছন্দের একেবারে শীর্ষ তালিকায় রয়েছেন তাঁরা। নেটিজেনরা বলেন, সিদ্ধার্থ কিয়ারা যে ভালবাসা নিয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকেন, সেই সমীকরণ খুব কম জুটির মধ্যেই দেখা যায়। 

একবার একটি সাক্ষাৎকারে কিয়ারা বলেছিলেন, তিনি বিয়ের পরে খুব তাড়াতাড়ি মা হতে চান। কারণ হিসেবে কিয়ারা মজা করে বলেছিলেন, এমনি সময়ে তাঁকে অনেক ডায়েটে থাকতে হয়। মেপে খাওয়া দাওয়া করতে হয়। তবে অন্তঃসত্ত্বা হলে তিনি যা ইচ্ছে তাই খেতে পারবেন, ওজন বৃদ্ধি নিয়ে আর ভাবতে হবে না। কিয়ারার যেন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। অভিনেত্রীর কোলে আসতে চলেছে একরত্তি সন্তান। এখন পরিবারের নতুন সদস্য আসার অপেক্ষায় দিন গুনছেন সিদ্ধার্থ ও কিয়ারা দুজনেই। 

একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বিয়ের পরে সবচেয়ে বেশি কী মিস করেন? উত্তরে সিদ্ধার্থ বলেছিলেন কিয়ারার সঙ্গে লুকিয়ে দেখা করা। তবে এখন তাঁদের জীবনে আসতে চলেছে বড় বদল। বাবা-মা হতে চলেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। এখন তাঁরা কেবল দিন গুনছেন পরিবারে নতুন সদস্য আসার।