মুম্বই: বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণীর (Kiara Advani) জনপ্রিয়তা বেশ নজরকাড়া। বেশ কয়েক বছর হয়ে গেল বি টাউনে কেরিয়ার শুরু করেছেন তিনি। একাধিক এমন ছবিতে অভিনয় করেছেন কিয়ারা, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। তাঁর অভিনীত 'ভুলভুলাইয়া ২' থেকে 'যুগ যুগ জিও' একশো কোটির ব্যবসা করে ফেলেছে। সম্প্রতি অভিনেত্রী জানালেন যে, আমির খানের 'থ্রি ইডিয়টস' (3 Idiots) ছবির সঙ্গে গভীর এক যোগসূত্র রয়েছে তাঁর। কী সেই যোগসূত্র?



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


'থ্রি ইডিয়টস'-এর সঙ্গে কী সম্পর্কে কিয়ারার?


সম্প্রতি নতুন ছবি 'গোবিন্দা নাম মেরা'র প্রচারে কপিল শর্মার শো-তে এসেছিলেন কিয়ারা আডবাণী, ভিকি কৌশল, রেণুকা সাহানে, পরিচালক শশাঙ্ক খৈতান প্রমুখরা। সেখানেই অভিনেত্রী জানালেন যে, কীভাবে তিনি এই রুপোলি পর্দার জগতে এলেন। তাঁর সঙ্গে কীই বা যোগসূত্র 'থ্রি ইডিয়টস' ছবির। কিয়ারা বলেন, 'এটা খুবই স্বাভাবিক ঘটনা যে, প্রত্যেক বাবা-মা তাঁর সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তা করেন। ছবির জগতে সন্তান নিজের কেরিয়ার গড়তে পারবে কি না, তা নিয়ে সংশয় থাকে সমস্ত বাবা-মায়ের মনে। আমার ক্ষেত্রেও হয়েচে। তার বড় একটা কারণ হল, আমার বাবা-মা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত নয়। ওরা আমাকে নিয়ে চিন্তা করত। আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকত।'



আরও পড়ুন - Uorfi Javed: ক্যামেরার সামনে পোশাক পরিবর্তন করতে গিয়ে আটক উরফি? সামনে এল সত্যিটা


কিয়ারা আরও বলছেন, 'বলিউডে কেরিয়ারের গড়ার পরিবর্তে আমি যেন অন্য কোনও পেশা বেছে নিই, তেমনটাই চাইতেন ওরা। তারপরও ওরা জানতেন যে, অভিনয় এমন একটা জিনিস, যা আমি অত্যন্ত পছন্দ করি। এবং কেরিয়ারে সেটাই করতে চাই। আমার মনে আছে, আমি তখন স্কুলে পড়তাম। আমি আর বাবা 'থ্রি ইডিয়টস' দেখতে গিয়েছিলাম। আর আমাদের সকলেরই জানা আছে যে, ছবি শুধুমাত্র বিনোদনই দেয় না। তার সঙ্গে সমাজে গুরুত্বপূর্ণ বার্তাও পৌঁছে দেয়। যা মানুষের মনকে ছুঁয়ে যায়। 'থ্রি ইডিয়টস'-এর গল্প আমার বাবার মনকেও সেভাবেই ছুঁয়ে গিয়েছিল। আর তারপর থেকে আমার জার্নি এগিয়ে নিয়ে য়াওয়ার জন্য বাবা আমায় সমর্থন করতে থাকেন। রাজু স্যরকে (রাজকুমার হিরানি) অনেক ধন্যবাদ জানাবো, এমন একটা ছবি তৈরি করার জন্য।'