Trending News: ২০১৩ সালে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই দম্পতি। ৫৮ ঘণ্টা ধরে একটানা চুম্বনে নতুন রেকর্ড গড়েছিলেন। আর এই বিশ্বখ্যাত দম্পতিরই ঘর ভাঙছে এবার। বিচ্ছেদের ঘোষণা করেছেন দুজনে। চুম্বনের রেকর্ড (58 Hour Kiss) গড়েও একসাথে আর থাকা গেল না। বিশ্বের সবথেকে দীর্ঘতম চুম্বনের রেকর্ড গড়েছিলেন এই থাই দম্পতি এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guiness Book of World Record) নাম নথিভুক্ত করেছিলেন নিজেদের। তাদের এই চুম্বনের রেকর্ড কোনও সহজ কাজ ছিল না। একটানা ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ধরে একটি বদ্ধ ঘরে না ঘুমিয়ে ঠায় দাঁড়িয়ে থেকে এই রেকর্ড গড়েছিলেন এই দম্পতি।
হৃদয়বিদারক ঘোষণা
যদিও এই দম্পতির সাম্প্রতিক ঘোষণায় মন ভেঙেছে অনেক অনুরাগীর, যেন এক গভীর বিষাদ। এবার থেকে পথ আলাদা হল এই দম্পতির, এক্কাচাই এবং লকসনা তিরানারাতের সম্পর্কে ফাটল ধরল, বিচ্ছেদের পথেই হাঁটছেন দুজনে। কিন্তু কেন এই বিচ্ছেদ তা সম্পর্কে স্পষ্ট কোনো কারণ জানাননি কেউই। তবে তারা জানিয়েছেন যে সময়ের সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বেড়েছে। একটি পডকাস্টে এক্কাচাই জানান, 'আমাদের ব্যক্তিগত এই সম্পর্কের বদল খুব গভীর দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি'। এই পডকাস্টেই তিনি জানান তাদের দুজনের কাটানো সুখের মুহূর্তের কথা, তিরানারাতের প্রতি তার গভীর শ্রদ্ধাও জানিয়েছেন এক্কাচাই, এবং একইসঙ্গে জানিয়েছেন যে সময়ের সঙ্গে সঙ্গেই তাদের এই বিচ্ছেদ যেন অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল।
তাদের এই রোমান্টিক সম্পর্কের ইতি ঘোষণা সত্ত্বেও এই দম্পতি নিশ্চিত করেছেন যে তারা পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখবেন এবং তাদের সন্তানের দেখভাল করার দায়িত্ব দুজনে সমানভাবে ভাগ করে নেবেন। তাদের মধ্যেকার ব্যক্তিগত পারস্পরিক সম্পর্ক বদলে গেলেও ভাগ করে নেওয়া অভিজ্ঞতা আর অজস্র সুখের মুহূর্তের শিকড়ে যেন সেই সম্পর্কের বীজ কোথাও গ্রথিত হয়ে আছে এখনও।
এক্কাচাই এবং লকসানা ২০১৩ সালে এই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জনের আগে ২০১১ সালেও দীর্ঘতম চুম্বনের রেকর্ড গড়েছিলেন এই দম্পতি। তাদের এই অর্জন শুধু যে তাদের বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছে তাই নয়, এর সঙ্গে তারা ২২০০ পাউন্ড মূল্যের পুরস্কারপ পেয়েছেন, আর দুটি হিরের আংটিও উপহার পেয়েছেন যার মূল্য ২২০০ পাউন্ড, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা।