মুম্বই: ফিরে দেখা এক বছরের গল্প। সেই গল্পে কষ্ট আছে, স্মৃতি আছে, দিন-রাত এক করা খাটুনি আছে, আর.. প্রেম আছে কি? এই ছবির হাত ধরেই তো শুরু হয়েছিল তাঁদের সম্পর্কের। ১ বছর পেরিয়ে শেরশাহ (Shershaah)-ছবির সাফল্য ফিরে দেখলেন কিয়ারা আডবাণী (Kiara Advani) ও সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)। আজ থেকে ঠিক এক বছর আগে মুক্তি পেয়েছিল বিক্রম বত্রা (Vikram Batra)-র জীবনকে নিয়ে বলিউড ছবি শেরশাহ। 


আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন কিয়ারা ও সিদ্ধার্থ দুজনেই। সেখানে লেখা আছে, একটা বছর, একটা সিনেমা, একটা গল্প যেটা সবাইকে উদ্বুদ্ধ করে। আপনার সবার ভালোবাসা আর সমর্থন এই ছবিটা নিয়ে সমস্ত উত্তর দিয়ে দিয়েছে। 'শেরশাহ'-র এক বছর। 'ইয়ে দিল মাঙ্গে মোর' (এই মন আরও চায়)। 


 





এখন বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায় কিয়ারা-সিদ্ধার্থের প্রেমের গল্প। শোনা যায়, এই শেরশাহ ছবি থেকেই শুরু হয়েছিল সিদ্ধার্থ কিয়ারার প্রেম। এখন বলিউডের বিভিন্ন পার্টিতে হামেশাই একসঙ্গে দেখা যায় তাঁদের। সোশ্যাল মিডিয়াতেও একে অপরের কমেন্টবক্সে বেশ সক্রিয় তাঁরা। একে অপরকে 'শেরশাহ' ছবির চরিত্রের নামে ডেকে খুনসুটিও চলে তাঁদের মধ্যে। 'শেরশাহ'-তে তাঁদের জুটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে শোনা যাচ্ছে ফের জুটি বাঁধতে চলেছেন তাঁরা।


আরও পড়ুন: Raju Srivastava Health Update: উন্নতি হয়নি শারীরিক অবস্থার, রাজু শ্রীবাস্তবের স্ত্রীর সঙ্গে কথা বলে সাহায্যের আশ্বাস নরেন্দ্র মোদির


মরোণোত্তর পরম বীর চক্র পদকে সম্মানিত এই তরুণ ভারতীয় সেনার বায়েপিক ‘শেরশাহ’ মুক্তি পেয়েছিল আমাজন প্রাইম ভিডিওতে। ‘শেরশাহ’ ছিল বিক্রম বাত্রার কোড নেম। ১৯৯৯-এ যখন কার্গিলে ভারত-পাকিস্তান যুদ্ধ বেধে গিয়েছে, তখন ভারতীয় ভূখন্ড পুনরুদ্ধারের দায়িত্ব নিয়ে রুক্ষ, শীতল, মৃত্যু-সঙ্কুল পার্বত্য পথে এগিয়ে গিয়েছিলেন অকুতোভয় বিক্রম। একের পর এক লক্ষ্য জয় করে বেস-এ তিনি বার্তা পাঠাতেন, ‘ইয়ে দিল মাঙ্গে মোর’। প্রাণোচ্ছ্বল সেই তরুণের জীবন কাহিনিকেই কিছুটা সিনেমার রঙে রাঙিয়ে দর্শকদের সামনে হাজির করেছেন পরিচালক বিষ্ণু বর্ধন। বিক্রম বাত্রার ভূমিকায় অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্র। আর বাস্তবে বিক্রম বাত্রার প্রেমিকা ডিম্পল চিমার ভূমিকায় অভিনয় করেছিলেন কিয়ারা আডবাণী।