রাখি গুলজার মঞ্চেই শাহরুখকে বাংলা শেখালেন। শাহরুখকে বলতে বললেন, ‘ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা’। বাধ্য ছেলের মতোই তা বলে গেলেন শাহরুখ।
রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত গানের প্রত্যেকটি শব্দ জোরে জোরে উচ্চারণ করলেন রাখী। তা শুনে শুনে বলে গেলেন শাহরুখ।
বলা শেষ হয়ে গেলে, শাহরুখের মজা করেই বললেন, বলে তো দিলাম, কিন্তু কী যে বললাম কিছুই বুঝলাম না। তা শুনে সবাই হেসে ফেলেন। শাহরুখ আরও বলেন, ‘বাজিগর’ সিনেমায় রাখীজির সঙ্গে কাজ করছিলেন এবং বিশ্বের সবচেয়ে সুন্দর মহিলা পাশে দাঁড়ানোর জন্য এটা ছিল অজুহাত মাত্র। রূপোলি পর্দায় মা-এর ভূমিকায় থাকা প্রবীণ অভিনেত্রীকে এভাবেই শ্রদ্ধা নিবেদন করলেন শাহরুখ।