কলকাতা: 'পৃথিবীর অর্ধেকের বেশি মানুষই জানেন না কীভাবে অপর মানুষ বাঁচে। সিনেমা তা দেখায়....' ২৭ তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে এই কথা দিয়েই নিজের বক্তব্য শুরু করলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)।
আজ থেকে শুরু হল ২৭ তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। হাজির রইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা। এছাড়াও টলিউড ইন্ডাস্ট্রির প্রায় সব তারকাই উপস্থিত ছিলেন মঞ্চে। অনুষ্ঠানের আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। মঞ্চে বক্তব্য রাখেন টলিউডের অন্যতম জনপ্রিয় মুখেরা।
চলচ্চিত্র উৎসবে রঞ্জিত মল্লিক
আজ ২৭ তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বক্তব্য রাখেন রঞ্জিত মল্লিক। ঠিক তাঁর আগের বক্তা ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর কথার সূত্র ধরেই রঞ্জিত মল্লিক বলেন, 'এই উৎসবের পিছনে একটি বিশাল বড় টিমের দীর্ঘদিনের খাটুনি থাকে। তাঁদের সবার খাটুনিকে সাধুবাদ। পৃথিবীর অর্ধেকের বেশি মানুষই জানেন না কীভাবে অপর মানুষ বাঁচে। সিনেমা তা দেখায়। ছবি আমি এই কারণেই ভালোবাসি কারণ সেখান থেকে অনেক কিছু জানা যায়, শেখা যায়। সেইসঙ্গে অবশ্যই শৈল্পিক দিনটি রয়েছে। গত ২ বছর আমাদের ভীষণ খারাপ কেটেছে। এই সময় যে অনুষ্ঠানটা হয়েছে সেটা সার্থক হবে। আর আমাদের মুখ্যমন্ত্রী দিদি সর্বদা আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। শুধু এই বলে নয়, একসময় স্টুডিওর অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। উনি উদ্যোগ নিয়ে টেকনিশিয়ান স্টুডিওটা তৈরি করিয়ে দেন যেখানে আবার নতুন করে কাজ শুরু হয়। সেইজন্য তাকেও আন্তরিক ধন্যবাদ।'
আরও পড়ুন: ৬ পরিচালক, ৬ প্রেমকাহিনি, আসছে 'মডার্ন লভ মুম্বই', জানুন বিস্তারিত
আজ ২৭ তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বক্তব্য রাখেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। সবাইকে নমস্কার ও শুভেচ্ছা জানানোর পর টলিউডের ইন্ডাস্ট্রি বলেন, 'যাঁরা ছবিকে ভালোবাসেন, ছবি দেখতে চান তাঁদের গত ২ বছর ভীষণ মনখারাপে কেটেছে। একটি বিশেষ কারণে এই অনুষ্ঠান বন্ধ ছিল তা আমরা সবাই জানি। কলকাতা ও অন্যান্য জায়গার মানুষ যেমন কলকাতার অন্যান্য উৎসবগুলির জন্য অপেক্ষা করে থাকেন, তেমনই সিনেপ্রেমীরা অপেক্ষা করেন কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য। আমি ও ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করি।' গোটা কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের টিমকে ধন্যবাদ দানান প্রসেনজিৎ। সেইসঙ্গে কামনা করেন অনুষ্ঠান ভালো করে চলার জন্য। সত্যজিৎ রায়ের উদ্দেশে এই অনুষ্ঠান উৎসর্গ একথাও ফের একবার উল্লেখ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহাকে ধন্যবাদ জানান প্রসেনজিৎ।