মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে লখনউ সুপারজায়ান্টস। এই নিয়ে চলতি টুর্নামেন্টে পরপর ২ বার মুম্বইকে হারিয়ে দিল তারা। ম্য়াচেও অসাধারণ শতরান হাঁকিয়েছেন লখনউ অধিনায়ক কে এল রাহুল। স্বভাবতই ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু ম্যাচের পরই বড় শাস্তি পেলেন রাহুল। কিন্তু কেন? জেনে নিন তবে -


শাস্তির মুখে কে এল রাহুল


এই নিয়ে এবারের আইপিএলে তৃতীয়বার শাস্তির মুখে পড়লেন লোকেশ রাহুল। তার মধ্যে দুবারই মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে স্লো ওভার রেটের কারণে। গত ১৬ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্য়াচে ব্রেবোর্ন স্টেডিয়ামে স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা গুনতে হয়েছিল রাহুলকে। এরপর ২০ এপ্রিল আরসিবি ম্যাচে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাহুলের ম্যাচ ফি-র ২০ শতাংশ কাটা যায়। সেই ম্যাচে লখনউয়ের মার্কাস স্টোইনিসকে সতর্ক করা হয়। আউট হওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় স্টোইনিস আপত্তিকর শব্দ প্রয়োগ করেছিলেন বলে অভিযোগ। এরপর গতকাল ফের মুম্বই ম্যাচে স্লো ওভার রেটের ফাঁদে পড়ে লখনউ। দ্বিতীয়বার একই অপরাধের জেরে অধিনায়ক রাহুলের ২৪ লক্ষ টাকা জরিমানা ধার্য হয়। প্রথম একাদশে থাকা বাকি ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা জরিমানা দিতে হয়। 


বিরাটের রেকর্ড ভেঙে দেবেন রাহুল?


বিরাট কোহলি (Virat Kohli) ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। আর সেই সুযোগে এক আইপিএলে (IPL) জোড়া সেঞ্চুরি করে ফেললেন কে এল রাহুল (KL Rahul)। দুটোই মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে। সব মিলিয়ে আইপিএলে চারটি সেঞ্চুরি হয়ে গেল রাহুলের। কোহলির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন তিনি। কোহলির আইপিএলে পাঁচটি সেঞ্চুরি রয়েছে। যার মধ্যে ২০১৬ সালেই শুধু চারটি সেঞ্চুরি ছিল। আর একটি সেঞ্চুরি করলেই কোহলিকে ধরে ফেলবেন রাহুল। বিরাট-রেকর্ড ভাঙার দৌড়ে এখন সকলের আগে তিনি।


তবে আইপিএলে সবচেয়ে বেশি সংখ্যক, ছ'টি সেঞ্চুরি রয়েছে ক্রিস গেলের। দু'নম্বরে কোহলি। ৪টি করে সেঞ্চুরি রাহুল, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন ও জস বাটলারের। তিনটি সেঞ্চুরি রয়েছে সঞ্জু স্যামসনের।