মুম্বইয়ে কিম শর্মাকে অটোতে চাপতে দেখে আলোকচিত্রীরা ছবি তুলতে ভুল করেননি। ছবিতে কিমকে সারা রঙের টপ ও গোলাপি মিনি স্কার্ট পরে দেখা গেছে। যে সময় তাঁর এই ছবি তোলা হয়, তখন তিনি মুখে হাসি নিয়ে ফোনে কিছু দেখছিলেন।
কিম কেন অটোতে চড়লেন, তা জানা যায়নি। তবে তাঁর অটোয় চড়া এই প্রথম নয়। এর আগেও তাঁকে অটোতে দেখা গিয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কিম। দুজনকে বেশ কয়েকবারই একসঙ্গে দেখা গিয়েছে। যদিও কিছুদিন আগে তাঁদের ব্রেক আপ হয়ে যায়।
কিম শর্মা ক্রিকেটার যুবরাজ সিংহর সঙ্গে ডেট করেছিলেন।