চলতি মাসে এর আগে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে কাশ্মীর প্রসঙ্গ তুলে ভারতের প্রধানমন্ত্রীকে হুমকি দিতে শোনা গিয়েছে রাবিকে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে ধরা একটি সাপ দেখিয়ে তিনি বলছেন, এইসব উপহার আপনার জন্য প্রধানমন্ত্রী মোদি। আমার এই বন্ধুরা আপনাকে গিলে ভোজন সারবে। এক কাশ্মীরি মহিলা ও তাঁর সর্পকূল ভারতের মোকাবিলায় তৈরি বলে ভিডিওর শুরুতে রাবিকে বলতে শোনা গিয়েছে। দেখা গিয়েছে, টেবিলের ওপর পড়ে আছে অনেক সাপ, কুমীর।
দোষী সাব্যস্ত হলে রাবির ৫ বছর পর্যন্ত জেল, জরিমানা হতে পারে। যদিও গায়িকার দাবি, ওই সাপ-কুমীরবাহিনীর মালিক তিনি নন, ভিডিও করার জন্য ওদের ভাড়া করেছিলেন তিনি।
তবে শাস্তির মুখে পড়ে ক্ষুব্ধ রাবি আরেকটি ভিডিওতে বলেছেন, গত ৫ বছরে এইসব সাপ নিয়ে বেশ কয়েকটি টিভি চ্যানেলে এসেছি। কিন্তু তখন কেউ ব্যবস্থা নেওয়ার কথা বলেনি। যে-ই নরেন্দ্র মোদিকে সাবধান করলাম, অমনি শাস্তির মুখে পড়লাম। এটা দুর্ভাগ্যজনক।
কারও নাম না করে রাবি জানিয়েছেন, এসব ঘটনা থেকে তিনি বিশ্বাস করতে বাধ্য হচ্ছেন যে, ‘বিশ্বাসঘাতক পাকিস্তানিদের’ চেয়ে ভারতীয়রা অনেক ভাল। বন্যজীবন, বন্যপ্রাণ দপ্তর এমন এক বিশ্বাসঘাতক। কখনও ভারতীয়দের সমালোচনা আমি করি না। শুধু মোদি আমার টার্গেট। পাকিস্তানকে ভালবাসতে না পারুন, অন্তত নিজের দেশের সঙ্গে প্রতারণা করবেন না।
যদিও এখনও বন্যপ্রাণী সংক্রান্ত দপ্তরের কোনও লিখিত নোটিস পাননি বলে জানিয়েছেন রাবি। এও জানিয়েছেন, নোটিস পাওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপের কথা ভাববেন।