মুম্বই: ২০১৮ সালের এক প্রতারণা মামলায় গ্রেফতার করা হল কে পি গোসাভিকে। পুণে থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আপাতত সিটি কোর্ট তাঁকে ৮ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। মুম্বইয়ের প্রমোদতরী মাদককাণ্ডে অন্যতম সাক্ষী ছিলেন কে পি গোসাভি। 


 





অন্যদিকে, মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট। জামিন পেলেও আজ জেলমুক্তির সম্ভাবনা কম আরিয়ানের। 


আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা তিন জনেরই জামিন মঞ্জুর করেছে আদালত। গত ৩ অক্টোবর ক্রুজ মাদককাণ্ডে তাঁদের গ্রেফতার করে এনসিবি। ২৫ দিন পর জামিন পেলেন শাহরুখ-পুত্র। গত ২১ দিন ধরে মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি রয়েছেন আরিয়ান। তবে আদালতের নির্দেশনামা না পৌঁছনো পর্যন্ত জেলমুক্তির সম্ভাবনা কম। আগামীকাল বা পরশু জেল থেকে ছাড়া পেতে পারেন শাহরুখ-পুত্র।


'আমার দিদির ওপর পূর্ণ আস্থা ছিল। যা সঠিক তাইই হয়েছে,' সাংবাদিকদের বলেন মুনমুন ধামেচার ভাই। 


অন্যদিকে নজরে এখন NCB-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। তাঁর বিরুদ্ধে উঠেছে ঘুষ চাওয়ার অভিযোগ। এবার তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন। তাঁর আশঙ্কা তাঁকে গ্রেফতার করতে পারে মুম্বই পুলিশ। অন্যদিকে বম্বে হাইকোর্টকে মুম্বই সরকারের আইনজীবী জানিয়েছেন যে, দুর্নীতি রোধ আইনে পদক্ষেপ নিতে হলে ৭২ ঘণ্টা আগে নোটিস পাঠানো হয়। গ্রেফতার করতে হলে, সমীর ওয়াংখেড়েকে ৭২ ঘণ্টা আগে সেই নোটিস পাঠানো হবে। ফলে বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট সমীর ওয়াংখেড়ের অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে আবেদন খারিজ করে দিয়েছে।