Stock Market Updates: দেশের শেয়ার বাজারে সূচক এক ধাক্কায় অনেকটাই পড়ল। বম্বে স্টক এক্সচেঞ্চ বিএসই-এর ৩০ –র বেঞ্চমার্ক সূচক সেনসেক্স বেলা তিনটের কিছু আগে ১০০০ পয়েন্টের বেশি পড়ে যায়। ওই সময় সেনসেক্স ১,০৪১ পয়েন্ট বা ১.৭ শতাংশ পড়ে পৌঁছয় ৬০.১০২ পয়েন্টে। নিফটি-তেও সূচকের পতন দেখা গিয়েছে। সেখানে সূচক ৩৩২ পয়েন্ট বা ১.৭৭ শতাংশ কমে পৌঁছয় ১৭,৮৯৯ অঙ্কে।
দুপুর বারোটা ২৪ মিটিনেও ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচক নিফটি ১৮ হাজারের ওপরেই ছিল। ওই সময় নিফটি ছিল ১৮,০০০.৬০-তে। এর কিছুটা আগে তা ১৮ হাজারের নিচে নেমে গিয়েছিল। কিন্তু সেখান থেকে সূচক কিছুটা ঘুরে দাঁড়ালেও পরে আবার ১৮ হাজারের নিচে নামল নিফটি।
বেশ কিছুদিন ধরে তেজি চলেছে শেয়ার বাজার।এরমধ্যে আজকের এই পতন।
দিনের কারবার চলার মধ্যেই বিএসই সেনসেক্স ১১০০ পয়েন্ট নিচে চলে যায়। নিফটিও গত ১২ অক্টোবরের পর এই প্রথম ১৭৯০০-র গণ্ডির নিচে নামল।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, হেভিওয়েট শেয়ারগুলিতে পতনই এদিনের শেয়ার বাজারে ধসের কারণ। নিফটিতে সবচেয়ে বেশি যে শেয়ারগুলির পতন হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে আদানি পোর্টস। এক্ষেত্রে শেয়ারের ৫.৮২ শতাংশ কমেছে। এছাড়াও ওএনজিসি-তে ৪.৫৬ শতাংশ ও আইটিসি-তে ৪.৫৫ শতাংশ পতন দেখা গিয়েছে।
আজকের কেনাবেচায় শেয়ার বাজারে পতনের ক্ষেত্রে আরআইএল ও টিসিএসের পতনও একটা কারণ। এছাড়াও শেয়ার পড়েছে কোল ইন্ডিয়া, আইটিসি ও হিন্ডালকো-র শেয়ারও পড়েছে।
নগদের জোগান, খুচরো ক্ষেত্রে বৃদ্ধির হাত ধরে চলতি বছরে ভারতের শেয়ার সূচকগুলিতে উর্ধ্বগতি দেখা যায়। এদিন নিফটি সেক্টরের সমস্ত সূচকও ছিল লাল। প্রায় ২.৩ শতাংশ পতন দেখা যায়।
সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৩,৬৯৭ কোটি মোট মুনাফার পরও আইটিসি-র শেয়ার ৫ শতাংশ পড়েছে। সেপ্টেম্বর ত্রৈমাসিকের ফলাফলের ফর টাইটানের শেয়ার ৩.২৯ শতাংশ পড়েছে।
LPG Price Hike: আগামী সপ্তাহেই আরও এক দফা বাড়তে পারে রান্নার গ্যাসের দাম
Bajaj Pulsar 250 Launched: এসে গেল নতুন বাজাজ পালসার ২৫০, দেখে নিন প্রথম ছবি