কলকাতা: এই ছবি নিয়ে তাঁর প্রচুর স্বপ্ন.. প্রচুর আশা। 'লাপতা লেডিজ' (Laapata Ladies)। মার্চ মাসে এই ছবি মুক্তি পাওয়ার পরে এই ছবি বেশ প্রশংসিত হয়েছে। ২০১০ সালে 'ধোবি ঘাট' (Dhobi Ghat) ছবির মধ্যে দিয়ে প্রথম পরিচালনায় পা রাখেন কিরণ রাও (Kiran Rao)। এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পরেই ভীষণ জনপ্রিয় হয়ে যায়। ২০২৪ সালে মুক্তি এই কমেডি ড্রামা মানুষের মন ছুঁয়ে গিয়েছিল তার সারল্যের জোরেই। সদ্য পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কিরণ রাও আশাপ্রকাশ করেছেন, ছবিটি অস্কারে নমিনেটেড হলে তাঁর স্বপ্নপূরণ হবে। 


সদ্য একটি সাক্ষাৎকারে কিরণ জানান, 'লাপতা লেডিজ' (Laapata Ladies) যদি অস্কারে যায়, তাহলে তাঁর স্বপ্নপূরণ হবে। কিরণের কথায়, 'অস্কার সেরা ছবিকে বেছে নেওয়ার একটা লম্বা প্রক্রিয়া। আমি নিশ্চিত, সেরা ছবিকেই বেছে নেওয়া হবে। তবে আমি আশাবাদী।' সূর্যমুখী গ্রামের দীপক, ফুল আর জয়ার এক অনবদ্য, সরল গল্পকে তুলে ধরা হয়েছে 'লাপতা লেডিজ'-এর গল্পে। তবে যে গল্প এত প্রশংসা পেয়েছিল ওটিটিতে মুক্তির পরে, সেই সিনেমাই চলেনি বক্স অফিসে। যখন বড়পর্দায় মুক্তি পেয়েছেন 'লাপতা লেডিজ', বক্সঅফিসে তেমন ছাপ ফেলতে পারেনি এই ছবি। 


আরও পড়ুন: Abir Chatterjee: মানুষের কাছে সিনেমা মানে বিনোদন, কিন্তু আমাদের কাছে অস্থির সময়েও সেটাই কাজ: আবির


 


প্রসঙ্গত, এই ছবির প্রযোজক হিসেবে থেকেছেন আমির খান। একবার এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে আমির বলেছিলেন, তিনি নিজে এই ছবিতে অভিন করতে চেয়েছিলেন। কিন্তু বাতিল করে দেন খোদ পরিচালক কিরণ রাও। কারণ আমির খানের গ্ল্যামার তাঁর এই ছবির সঙ্গে বেমানান বলে মনে হয়েছিল তাঁর। আমির এই ছবির জন্য অডিশন দিয়েছিলেন। অভিনয়ের দিক থেকে কিরণ ও আমিরের নিজের খুবই পছন্দ হয়েছিল আমিরের কাজ। কিন্তু কেবলমাত্র আমিরের গ্ল্যামারের কারণেই এই ছবি থেকে নাকচ হয়ে যান তিনি। সেই নিয়ে অবশ্য কিরণ রাওয়ের কাছে অভিযোগও করেছিলেন তিনি। তবে কিরণ খুব কড়া ছিলেন তাঁর চরিত্রদের বেছে নেওয়ার ক্ষেত্রে।


 


আরও পড়ুন: Abir on Durga Puja: মুক্তি পাচ্ছে নতুন ছবি, আরজি কর আবহে আবিরের দুর্গা পুজোর কী পরিকল্পনা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।