নয়াদিল্লি: কিশোর কুমার (Kishore Kumar)। তিনি গায়ক, তিনি অভিনেতা, তিনি পরিচালক, তিনি প্রযোজক... এক কথায় তিনি 'অল ইন ওয়ান'। তিনি কিংবদন্তি। তাঁর একাধিক গান, একাধিক ছবির প্রেমে পড়েছেন দর্শক বার বার। এখনও সিনেপ্রেমীদের মনে গেঁথে আছে তাঁর গান। আজ সেই 'এভারগ্রিন' শিল্পীর জন্মবার্ষিকী (birth anniversary)। এই বিশেষ দিনে তাঁর দীর্ঘ কেরিয়ারে অগুন্তি সৃষ্টির মধ্যে সেই সকল গানগুলির কথা মনে করা যাক, যেগুলি সেভাবে জনপ্রিয়তা লাভ না করলেও (underrated songs) নিজগুণে সেগুলি দুর্ধর্ষ সৃষ্টি।
'ম্যায়েনে তুমসে কুছ নেহি মাঙ্গা'
রাজ কমলের সঙ্গীত পরিচালনায়, ইন্দু জৈনের লিরিক্সে ১৯৮৩ সালের 'কথা' ছবির গানে ভরপুর কিশোর কুমার ম্য়াজিক।
'অ্যায়সি হসিন চাঁদনি'
'দর্দ' ছবির এই গানের পরিচালনা করেছিলেন খৈয়ম। নিজের অনবদ্য কণ্ঠ দান করেছিলেন কিশোর কুমার।
'বাদ মুদ্দত কে হাম তুম মিলে'
'কাশ' ছবির গান। জ্যাকি শ্রফ, ডিম্পল কপাডিয়া অভিনীত, এই ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন রাজেশ রোশন। কিশোর কুমারের কণ্ঠে সেই বিরহ সকলের মন ছোঁবে।
'কভী পলকো পে আঁসু'
'হরজায়ী' ছবির গান। নিদা ফজিলের দুর্দান্ত লিরিক্সে কণ্ঠ দিয়েছিলেন কিশোর কুমার। সঙ্গীত পরিচালনায় রাহুল দেব বর্মন।
'খুবসুরত হসিনা'
'মিস্টার এক্স ইন বম্বে' ছবির গান। এই গান থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে 'বাজিগর' ছবিতে তৈরি হয়েছিল, 'অ্যায় মেরে হামসফর' গানটি।
'রাহ্ পে রেহতে হ্যায় ইয়াদোঁ পে বসর করতে'
গুলজারের লিরিক্স, রাহুল দেব বর্মনের সুরে কিশোর কুমারের কণ্ঠে এই গান শুনেও প্রাণ জুড়িয়ে যাবে। গানটি নিশ্চিতভাবে আপনার ভেতরের যাযাবর সত্ত্বাকে জাগিয়ে তুলবে।
আরও পড়ুন: Laal Singh Chaddha: আমির-করিনার প্রেমের রসায়নকে গানের সুরে বাঁধলেন অরিজিৎ সিংহ