চুম্বন দৃশ্যে জনতা আর আকৃষ্ট হয় না, উপলব্ধি খোদ ইমরান হাসমির
ABP Ananda, Web Desk | 27 Sep 2018 11:48 AM (IST)
মুম্বই: দর্শক এখন পরিণত হয়ে গিয়েছে, চুম্বন দৃশ্যে তারা আর আকৃষ্ট হয় না। বললেন সিরিয়াল কিসার নামে পরিচিত ইমরান হাসমি। তাঁর বক্তব্য, আগে দর্ষক টানার জন্য ছবিতে চুম্বন দৃশ্য ঢোকানো হত। কিন্তু দর্শকদের এখন আর তাতে কিছু এসে যায় না। তিনি নিজেও ধীরে ধীরে এ ধরনের অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় বন্ধ করে দিয়েছেন। ইমরান বলেছেন, চুম্বন দৃশ্যে নিজের অবস্থান বরাবর স্পষ্ট রেখেছেন তিনি। আপনি কেমন ছবিতে কাজ করছেন তার ওপর অনেক কিছু নির্ভর করছে। ১৫ বছর আগে দর্শক টানতে চুম্বন দৃশ্য ব্যবহার করা হত, যাতে দর্শক উত্তেজিত হয়। কিন্তু এখন তারা পরিণত হয়ে গিয়েছে। ইমরানকে এবার দেখা যাবে চিট ইন্ডিয়া ছবিতে। ছবির শ্যুটিং সম্পূর্ণ হয়েছে। দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার ওপর তৈরি এই ছবিতে তিনি শুধু অভিনয়ই করছেন না, অন্যতম নির্মাতার ভূমিকাতেও রয়েছেন। ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।