আচমকা দুর্ঘটনা, নিজের পায়েই ভুল করে গুলি চালালেন বায়ুসেনার সহ প্রধান
ABP Ananda, Web Desk | 27 Sep 2018 08:51 AM (IST)
নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনার সহ প্রধান এস বি দেও নিজের উরুতে ভুল করে গুলি চালিয়েছেন বলে খবর। তাঁকে দিল্লির একটি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে অস্ত্রোপচার হয়েছে তাঁর। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। এ ব্যাপারে বায়ুসেনা সরকারিভাবে কিছু জানায়নি এখনও। গত বছর জানুয়ারিতে বায়ুসেনার সহ প্রধান পদে নিযুক্ত হন এয়ার মার্শাল এস বি দেও। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ থেকে উত্তীর্ণ দেও ১৯৭৯-র ১৫ জুন যুদ্ধবিমানের পাইলট পদে উন্নীত হন।