কলকাতা: সঙ্গীতজগতে তারকাপতন। কলকাতায় গানের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কে কে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা ভারতের বিখ্যাত গায়ককে। খবর পেয়েই হাসপাতালে পৌঁছেছেন সঙ্গীতশিল্পী ও প্রয়াত শিল্পীর বন্ধু জিৎ গঙ্গোপাধ্যায়। দৃশ্যত শোকে ভেঙে পড়েন তিনি।
জিৎ গঙ্গোপাধ্যায় বলেন, '২৭ বছরের বন্ধু। আমার প্রথম ছবি থেকে গান গেয়েছেন। আমি বিশ্বাস করতে পারছি না। আমার খুব কাছের বন্ধু।' কথা বলতে বলতে চোখে জল চলে আসে জিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি বারবার বলতে থাকেন, 'আমার খুব কাছের বন্ধু।' কে কে-র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনুপম, ইমন, সুরজিৎ, বিক্রম ঘোষের মতো শিল্পীরা।
শোকস্তব্ধ কুমার শানু:
কে কে-র মৃ্ত্যুতে গভীর শোক প্রকাশ কুমার শানুর।
সঙ্গীতশিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সঙ্গীতশিল্পী অভিজিৎ। কে কে-এর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ বাবুল সুপ্রিয়র। তিনি বলেন, 'অত্যন্ত ভাল মানুষ। কোনও গসিপে থাকতেন না। আমার সঙ্গে আড়াই-তিন মাস আগেই দেখা হয়েছিল। ওঁর মৃত্যু সঙ্গীতজগতের বড় ক্ষতি।'
নজরুল মঞ্চে উল্টোডাঙার (Ultadanga) গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (Krishnakumar Kunnath)। বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন। মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বলে খবর সূত্রের। সূত্রের খবর, মঞ্চেই নাকি কেকে বারবার জানাচ্ছিলেন তাঁর শরীর খারাপ লাগছে। স্পটলাইট অফ করতে বলছিলেন। হোটেলে ফিরে যান তিনি, সেখানে আরও অসুস্থ হওয়ার পর ডায়মন্ড হারবার রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুন: প্রয়াত গায়ক কে কে