মুম্বই: অসংখ্য অনুরাগীদের মনে দুঃখ দিয়ে ইহলোকের মায়া ত্যাগ করে চলে গিয়েছেন কৃষ্ণকুমার কুন্নথ (Krishnakumar Kunnath)। অনুরাগী থেকে তাঁর পরিচিত কিংবা অন্যান্য তারকারা এখনও বিশ্বাস করে উঠতে পারেননি যে এত অল্প বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন কে কে (K K)। কলকাতায় সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত অগণিত দর্শকদের আনন্দ দিয়ে নিজে ঢলে পড়েন মৃত্যুর কোলে। অসুস্থ বোধ করছিলেন। হোটেলেও ফিরে যান। কিন্তু সেখানেই অসুস্থ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন কে কে। তারপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আগামীকাল মুম্বইয়ের ভারাসোভা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।
কে কে-র ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেষকৃত্যের পোস্ট-
ইতিমধ্যেই মুম্বই পৌঁছেছে কে কে-র মরদেহ। কলকাতায় তাঁকে শেষশ্রদ্ধা জানানোর পর পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয় গায়কের দেহ। মুম্বই পৌঁছনোর পরই কে কে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেষকৃত্যের সময়সূচি দেওয়া হয়। তাতে লেখা রয়েছে। 'আগামীকাল অর্থাৎ ২রা জুন বৃহস্পতিবার পার্ক প্লাজা, ভারাসোভা, আন্ধেরিতে কে কে-কে শেষশ্রদ্ধা জানান যাবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত। ভারাসোভা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। অন্তিম যাত্রা সম্পন্ন হবে দুপুর একটায়।' পোস্ট করে আরও লেখা হয়েছে ''কে কে, কৃষ্ণকুমার কুন্নথ তুমি আমাদের ভালোবাসায় থাকবে চিরকাল। তোমাকে আমরা অত্যন্ত মিস করব।''
আরও পড়ুন - KK Last Rites: মুম্বই পৌঁছেছে কে কে-র মরদেহ, আগামীকাল শেষকৃত্য
প্রসঙ্গত, নজরুল মঞ্চে উপচে পড়া ভিড়ের মাঝে অস্বস্তি নিয়েও একের পর এক হিট গান। তারপর অসুস্থ বোধ করায় যা হোক করে নিরাপত্তার ঘেরাটোপে কে কে-র অডিটোরিয়াম ছাড়া। প্রয়াত সঙ্গীতশিল্পী যখন নজরুল মঞ্চ (Nazrul Manch) ছাড়ছেন, তখন তাঁর চোখে-মুখে অস্বস্তির বোধ যে স্পষ্ট, সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। আর তার কিছুক্ষণ পরই সব শেষ। সুরের দেশে পাড়ি কে কে-র (KK Demise)। কিন্তু হোটেলে ফেরার পর মাঝের সময়টুকুতে চূড়ান্ত অসুস্থ হয়ে পড়ার আগেও ভক্তের টানে সাড়া দিতে দু'বার ভাবেননি কে কে। হোটেলে ফিরে লিফটে ঢোকার মুখেও ভক্তদের আবদারে তাদের সঙ্গে দাঁড়িয়ে তুলেছিলেন সেলফি। তারপরই লিফটে হয়ে পড়েন প্রচণ্ড অসুস্থ। তারপর সংজ্ঞাহীন হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। মৃত্যুর কোলে ঢলে পড়েন গায়ক। মন ভারাক্রান্ত অসংখ্য অনুরাগীদের।