পঞ্চমদিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘জব হ্যারি মেট সেজল’
‘জব হ্যারি মেট সেজল’-এর পরিচালক ইমতিয়াজ আলি। প্রযোজনা করেছে শাহরুখের প্রোডাকশন হাউস রেড চিলিজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই নিয়ে তৃতীয় ছবিতে কাজ করছেন শাহরুখ ও অনুষ্কা। এর আগে ‘রব নে বনা দি জোড়ি’, ‘জব তক হ্যায় জান’ সিনেমায় দুজনকে দেখা গিয়েছিল।
সেজলের এনগেজমেন্ট আংটি হারিয়ে যাওয়ার পর তা খুঁজতে গিয়ে গ্যারির সঙ্গে আলাপ। এরপর থেকেই কাহিনী জমে ওঠে। সেজলের ধীরে ধীরে ভালো লেগে যায় হ্যারিকে। সিনেমার শ্যুটিং হয়েছে প্রাগ, আমস্টারডম, লিসবন ও বুদাপেস্টে।
সিনেমায় অনুষ্কা অভিনীত চরিত্রটি হল সেজল।শাহরুখ পঞ্জাবী যুবক হরিন্দর তথা হ্যারির ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমায় হ্যারি একজন টুরিস্ট গাইড।
boxofficeindia.com ওয়েবসাইটে সিনেমাটির ব্যবসা-সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। শাহরুখ-অনুষ্কা অভিনীত সিনেমাটিকে সমালোচকরা ভালো রেটিং দিচ্ছেন না। এবার দর্শকরাও সেভাবে পছন্দ করছেন না সিনেমাটিকে।
কয়েকদিন আগে রিলিজ হয়েছে শাহরুখ খান ও অনুষ্কা শর্মা অভিনীত ‘জব হ্যারি মেট সেজল’ সিনেমা। তারকাসম্বৃদ্ধ এই সিনেমা কিন্তু সিনেমাহলগুলিতে তেমন সাফল্যের মুখ দেখাতে পারল না। আয়ের দিক থেকে ধাক্কা খেয়েছেন সিনেমার নির্মাতারা। ছুটির দিন হওয়ার সত্ত্বেও রাখীবন্ধনের দিন মাত্র ৭.১৫ কোটি টাকার ব্যবসা করেছিস সিনেমাটি।গতকাল মঙ্গলবারের ব্যবসা একধাক্কায় অর্ধেকের বেশি কমে হয় ৩ কোটি টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -