মুম্বই : আজ ৫ অগাস্ট। বলিউডের দুই সুন্দরী অভিনেত্রী কাজল এবং জেনেলিয়া ডিসুজার জন্মদিনই শুধু নয়। বলিউডের ইতিহাসে অন্যতম সফল এবং হিট ছবি 'হাম আপকে হ্যায় কৌন' ছবির ২৭ বছর পূর্তিও বটে। ১৯৯৪ সালের ৫ অগাস্ট রিলিজ করেছিল সলমন খান-মাধুরী দিক্ষীত অভিনীত 'হাম আপকে হ্যায় কৌন'। দেখতে-দেখতে পেরিয়ে গেল ২৭টা বছর। পরিচালক সুরজ বরজাতিয়ার এই ছবি দীর্ঘদিন বলিউডের ব্যবসায়িকভাবে সব থেকে সফল ছবির তকমা ধরে রেখেছিল। এই ছবিতে সলমন খান এবং মাধুরী দিক্ষীত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন মনীশ ব্যাহেল এবং রেণুকা সাহানি। এদিন সোশ্যাল মিডিয়ায় সে কথা শেয়ার করেছেন রেণুকা সাহানি বা ছবির পূজা।


রেণুকা সাহানি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে ১৯৯৪ সালে কোনও এক সিনেমা হলে টাঙানো রয়েছে ছবিটির পোস্টার। আর হলের সামনে প্রচুর মানুষের জমায়েত ছবি দেখার জন্য। এই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'সুরজজি আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রাজর্ষি প্রোডাকশনের সঙ্গে জড়িয়ে থাকা টিমের সবাইকে। দেখতে দেখতে 'হাম আপকে হ্যায় কৌন' ছবির ২৭ বছর পেরিয়ে গেল। আজও যে ছবি মানুষের ভাল লাগে।'  


সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে রাজর্ষি প্রোডাকশনের পক্ষ থেকেও। তারাও ছবি পোস্ট করে লিখেছেন, 'রাজর্ষি প্রোডাকশন 'হাম আপকে হ্যায় কৌন' ছবির ২৭ বছর পূর্তি গর্ব করে উদযাপন করছে। প্রেম আর নিশার ভালবাসা চলতে থাকুক।' একটিতে ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সলমন খান প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন পরিচালক সুরজ বরজাতিয়াকে। সলমন খান বলেছেন, 'যখন সুরজের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়, তখন ভেবেছিলাম মানুষটা গুণী। বুদ্ধিমান। কল্পনাপ্রবণ। পরে কাজ করতে গিয়ে দেখলাম শুধু তাই নয়। মানুষটা অত্যন্ত পরিশ্রমীও বটে। একজন পরিচালকের যা যা গুণ থাকা দরকার, সুরজ বরজাতিয়ার সব রয়েছে।' প্রসঙ্গত, 'হাম আপকে হ্যায় কৌন' ছবিতে সলমন খান, মাধুরী দিক্ষীত, রেণুকা সাহানি, মনীশ ব্যাহেল ছাড়াও অভিনয় করেছিলেন রিমা লাগু, অনুপম খের, অলোকনাথদের মতো অভিনেতারা।