শাহরুখ-কন্যা সুহানার এই নজরকাড়া পোশাকের দাম কত জানেন?
টিনসেল টাউনে জোর জল্পনা, খুব শীঘ্রই বলিউডে আত্মপ্রকাশ ঘটতে পারে কিং খান-দুহিতার। অভিনয়ের কোর্স করার জন্য সুহানা লন্ডনও যাচ্ছে বলে খবর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনুষ্ঠানে হাজির ছিলেন অনিল কপূর, আলিয়া ভট্ট, সোনাম কপূর, সিদ্ধার্থ মালহোত্র, সুশান্ত সিংহ রাজপুত, কৃতি শ্যানন, মলাইকা অরোরার মতো বলিউড তারকারা। এক তারকার ভিডেও অনন্য লাগছিল সুহানাকে।
যে রোস্তোরাঁটির সূচনা রবিবার হল তার ডিজাইন করেছেন শাহরুখের স্ত্রী গৌরি খান।
সুহানার যে পোশায় নিয়ে জোর আলোচনা চলছে সংশ্লিষ্ট মহলে তার দাম চোখ কপালে তুলে দেওয়ার মতো। এই আকর্ষণীয় পোশাকটির দাম ৬০ হাজার টাকা।
গত রবিবার সন্ধেয় মহাসমারোহে অর্থ রেস্তোঁরার সূচনা অনুষ্ঠান হল। এই অনুষ্ঠানে সপরিবারে এসেছিলেন শাহরুখ খান। এরমধ্যে সবার নজর কেড়েছিল কিং খানের কিশোরী কন্যা সুহানা। সদ্যই ১৭-তে পা দিয়েছেন সুহানা। এরইমধ্যে তাঁর পোশাকের পছন্দ নিয়ে বিভিন্ন মহলে বাহবাই শোনা গিয়েছে। ব্যতিক্রম হল না রবিবারের অনুষ্ঠানও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -