কলকাতা: বর্তমানে বলিউডের অন্যতম ধনী নায়ক তিনি। অভিনয় তো বটেই, তাঁর ঈর্ষণীয় ফিটনেস, অ্যাকশন.. সবই রীতিমতো তাক লাগানো। কিন্তু একেবারেই সুগম ছিল না, 'বলিউডের খিলাড়ি'-র বলিউড সফর। দিল্লি থেকে মুম্বইতে আসা, বিভিন্ন পেশায় নিজেকে মানিয়ে নেওয়া, পাশাপাশি জারি রাখা নিজের পড়াশোনা, অন্যান্য শিক্ষা... তাঁর সফর গল্পের মতোই। একসময়, কলকাতাতেও কাজ করেছেন তিনি। যাঁর অভিনয়ে, অ্যাকশনে মুগ্ধ হন আপনিও.. তাঁর অক্ষয় কুমার (Akshay Kumar) হয়ে ওঠার সফরের অজানা গল্পগুলো জানেন কি?
অক্ষয়ের বাবা ছিলেন সেনাবাহিনীর অফিসার। একটি সাক্ষাৎকারে অক্ষয় বলেছিলেন, 'একটা সময় বাড়িতে ২৪ জন থাকতাম আমরা। একইসঙ্গে খেতাম, শুতাম। সকালবেলা হলে, সবাই শরীরচর্চা করতে উঠে পড়তাম। তখন হুড়োহুড়ি করতে করতে কার্যত একে অপরের গায়েই উঠে পড়তাম আমরা। পরবর্তীকালে মুম্বই চলে আসি। সেই সময়ে ভাড়া বাড়িতে থাকতাম। বাড়ি ভাড়া ছিল ১০০ টাকা মাত্র। তবে এমন একটা দিনও যায়নি, যেদিন আমরা হাসিনি। আমাদের খাবার জুটে যেত, মাথায় ছাদ ছিল, সেটাই অনেক বলে মনে হত।'
চূড়ান্ত অভাবের মধ্যে থেকেই স্কুল ও কলেজ শেষ করেন অক্ষয়। অল্পবয়স থেকেই আকর্ষণ ছিল মার্শাল আর্টে। পড়াশোনার পাশাপাশি, সেই শিক্ষাও নেন অক্ষয়। অনেকেই হয়তো জানেন না, একসময় কলকাতাতে ট্রাভেল এজেন্টের কাজও করেছেন অক্ষয়। ঢাকায় বেশ কিছুটা সময় সেফ হিসেবে কাজ করেছিলেন তিনি। একসময় মডেল ও নেপথ্য নৃত্যশিল্পী হিসেবেও কাজ করেছেন অক্ষয় কুমার।
একটি ছবি মুক্তির আগে দেওয়া সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেছিলেন, 'আমি ক্লাস ৭-এ একবার ফেল করেছিলাম। আমায় ২ বার ওই একই ক্লাসে পড়তে হয়েছিল। তখন বাবা আমায় মারবে বলে আমার পিছনে ছুটেছিলেন। তারপরে প্রশ্ন করেছিলেন, 'তুই হতে কী চাস?' আমি তখন বলি, 'হিরো হতে চাই।' হঠাৎ করে মুখ দিয়ে কেন বেরিয়ে গিয়েছিল জানি না। বাবা খুব হেসেছিলেন। বলেছিলেন, কাকা কখনও পারেনি আর তুই পারবি!' এরপরে সঞ্চালক বলেন, 'এমন একটা ছবিও দেখিনি যেখানে আপনি অনেক উঁচু থেকে লাফ দেননি বা এমন কোনও স্টান্ট করেননি। হেসে অক্ষয় বলেন, 'ধরে নিন লাফিয়ে লাফিয়েই নিজের কেরিয়ার তৈরি করে ফেলেছি আমি।'
আরও পড়ুন: Raghav-Parineeti: নতুন পথে পরিণীতির দ্বিতীয় ইনিংস, স্ত্রীয়ের উদ্দেশে খোলা চিঠি রাঘবের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।