কলকাতা: অভিনয়ের পাশাপাশি, তিনি যে গান গাইতে পারেন.. তা ইতিমধ্যেই জানেন অনুরাগীরা। তবে এতদিন ধরে যে নায়িকাকে পর্দায় দেখেই অভ্যস্থ দর্শক, তিনি এবার পা রেখেছেন গানের মঞ্চে। প্রথমবার, গানের লাইভ কনসার্ট করলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। আর, স্ত্রীকে উৎসাহ দিতে, সোশ্যাল মিডিয়ায় কী বার্তা দিলেন স্বামী রাঘব চড্ডা (Raghav Chaddha)?
সম্প্রতি, মুম্বইতে একটি লাইভ গানের কনসার্ট করেছেন পরিণীতি চোপড়া। তবে পরিণীতির গান যে দর্শকেরা এই প্রথমবার শুনলেন তাই নয়। এর আগে, 'মেরি পেয়ারি বিন্দু' (Meri Peyari Bindu) ছবিতে প্লেব্যাক করেছিলেন তিনি। এছাড়াও 'তেরি মিট্টি' বা 'মতলবি ইয়ার'-এর মতো গানও গেয়েছেন তিনি। নিজের বিয়ের জন্য, একটি গানও রেকর্ড করেছিলেন পরিণীতি। রাঘবের উদ্দেশে লেখা, পরিণীতির গলায় গাওয়া সেই গান বেজেছিল তাঁদের স্বপ্নের বিয়ের মণ্ডপে।
তবে এবার, কেরিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন পরিণীতি। নিজের লাইভ গানের কনসার্ট নিয়ে তিনি এর আগেই বলেছেন, 'আমার মনে হচ্ছে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। এখনও বিশ্বাস হচ্ছে না, লাইভ কনসার্টটা আমি করে ফেলেছি। কেরিয়ারের নতুন ইনিংস শুরু করলাম। অভিনয় এবং গান... এই দুটি বিষয়কেই কেরিয়ারে সমান প্রাধান্য দিতে চাই আমি। মনে হয় না, এর আগে কোনও বলিউড অভিনেতা-অভিনেত্রী এমনটা করেছেন।'
আজ, সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে নিয়ে একটি পোস্ট করেছেন রাঘব। সেখানে তিনি পরিণীতির লাইভ কনসার্টের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'আমার রকস্টার, আমার নাইটিঙ্গগেল, আমার ব্যক্তিগত মেলোডি ক্যুইন, তোমার ভিতরে একজন শিক্ষিত, ধ্রুপদী গায়িকা রয়েছে। পারু.. তুমি নিঃশ্বাস নাও গানের কলিতে। আমি ভীষণ উত্তেজিত, অবাক যে তুমি জীবনের নতুন এক পথে পা দিয়েছো। যাও... গোটা পৃথিবীকে মুগ্ধ করো আমার প্রিয় নারী। আমি চিরকাল তোমার পাশে থাকব। তোমায় উৎসাহ দেব। আর হ্যাঁ.. পৃথিবীর মানুষ অবশেষে সেই কনসার্টের স্বাদ পেল, যেটা আমি বিনামূল্যে বাড়িতে রোজ দেখি।'
আরও পড়ুন: Soumitrisha Kundoo: শ্যুটিং করতে গিয়ে আহত 'মিঠাই', এখন কেমন আছেন সৌমিতৃষা?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।