মুম্বই: সদ্যই জন্মদিন গিয়েছে বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput)। কিন্তু জন্মদিনে এই পৃথিবীতে নেই অভিনেতা। অনুরাগীরা আজও বিশ্বাস করতে পারেন না যে এই ঘটনা সত্যি। সত্যিই আর পৃথিবীতে নেই সুশান্ত সিংহ রাজপুত। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্টেই অকালে মৃত্যু হয় তাঁর। সেখানেই পাওয়া গিয়েছিল অভিনেতার ঝুলন্ত মৃতদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে অভিনেতা আত্মহত্যা করেছেন। বাকি তদন্ত এখনও চলছে।


মৃত্যুর আগে জীবন সম্পর্কে অনেক পরিকল্পনা ছিল সুশান্ত সিংহ রাজপুতের। ডায়রিতে হাতে কলমে লিখে গিয়েছিলেন তাঁর স্বপ্নের কথা। তার কোনওটা ছিল বিমান ওড়ানোর পরিকল্পনা, কোনওটা আবার মহাকাশ সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত জানিয়েছিলেন, যদি তিনি ছবিতে কাজের সুযোগ না পান, তাহলে কী করবেন। সেই পরিকল্পনাও করে রেখেছিলেন অভিনেতা।


আরও পড়ুন - Bharti on Mithun Chakraborty: খাবার চিবানো নিয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে রসিকতা ভারতীর


২০১৫ সালে এক সাক্ষাৎকারে সুশান্ত সিংহ রাজপুত তাঁর ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে সেই সাক্ষাৎকারের ভিডিও। যাতে অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে, 'আমি যখন ছোট পর্দায় অভিনয় করা ছাড়ি, তখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল, আরে তুমি তো ছবি তৈরির কোর্স করছ। কিন্তু যদি কখনও ছবিতে কাজের সুযোগ না পাও, তখন কী করবে। আমি তাঁদের বলেছিলাম, আমি নিজেই নিজের ছবি তৈরি করব। মানে আমি আগে থেকেই ভেবে রেখেছি যে, যদি কখনও আমি কোনও ছবিতে কাজের সুযোগ না পাই, তাহলে ভালো ক্যামেরা কিনব আর নিজের শর্ট ফিল্ম তৈরি করব। তাতে নিজেই অভিনয় করব। ফিল্ম সিটিতে ক্যান্টিনও খুলব আমি।'


তিনি আরও বলেন, 'এটা অনেকটাই আমার প্ল্যান বি। আমি ফিল্ম সিটিতে এত সময় কাটিয়েছি যে, ওটার প্রতি আমার ভালোবাসা জন্মে গিয়েছে। ওটাই একমাত্র জায়গা যেখানে মুম্বইয়ের তারকারা শ্যুটিং করেন। আর ক্যান্টিন খুললে, সেখানে আমি খেতেও পারব আবার ছবিও উপভোগ করতে পারব। আর সেখানে নিজের জন্য শর্ট ফিল্মও তৈরি করতে পারব।'