মুম্বই: ‘পিপলি লাইভ’, ‘পান সিংহ তোমার’, ‘জলি এলএলবি টু’ খ্যাত অভিনেতা সীতারাম পাঞ্চাল গত তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। গত দশ মাসে তাঁর অবস্থার এতটাই অবনতি হয়েছে, যে তিনি কার্যত বিছানা ছেড়ে উঠতে পারছেন না। প্রতিভা থাকা সত্বেও বলিউডে সেইভাবে মূল্য না পাওয়া এই অভিনেতার তাঁর চিকিত্সার জন্যে এখন বিরাট অঙ্কের টাকার প্রয়োজন।

সীতারামের স্ত্রী জানিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও তিনি কাজ করতেন। কিন্তু আজ তাঁর নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই। ওজনও কমেছে মারাত্মক ভাবে। জানুয়ারি ২০১৪-এ তিনি প্রথম বুঝতে পারেন, তাঁর ক্যান্সার হয়েছে। তারপর থেকে তিনি আয়ুর্বেদিক চিকিত্সা শুরু করেন। সম্প্রতিই অবস্থার অবনতি হওয়ায়, সীতারাম হোমিওপ্যাথি চিকিত্সা শুরু করেন। কিন্তু তারপর তাঁর অবস্থা আরও খারাপ হয়ে যায়। আপাতত সেই ওষুধও বন্ধ রাখা হয়েছে।

সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন তাদের ফেসবুক পেজে অভিনেতার শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি পোস্ট দেয়। সেখানেই তারা সীতারামের চিকিত্সার জন্যে টাকা চেয়ে আবেদন জানায়। রুপোলি পর্দার প্রবীণ এই অভিনেতা ফুসফুস এবং কিডনির ক্যান্সারে আক্রান্ত।