কবীর। ছেলের এই নামটিই পছন্দ করেছেন কোয়েল-রানে। মাতৃত্বের ৫ মাস পরে ছেলের নাম ঘোষণা করলেন রঞ্জিত মল্লিক কন্যা। জন্মের পরেই সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি শেয়ার করেছিলেন কোয়েল। ৫ মাসে অনেকটাই বড় হয়ে গিয়েছে সে। অষ্টমীর হলুদ পাঞ্জাবীতে মায়ের কোলে মিষ্টি হাসি মুখে নিয়ে দেখা গেল কবীরকে।
শুভেচ্ছার বন্যায় ভেসে যায় কোয়েলের এই পোস্ট। সবাই প্রশংসা করেন কবীরের নামের। জানান শুভেচ্ছাবার্তাও। এই পুজোয় মুক্তি পেয়েছে কোয়েলের নতুন ছবি রক্তরহস্য। সেখানেও গল্প আবর্তিত হয়েছে এক মা ও ছেলের ঘটনাপ্রবাহ নিয়ে।
এবার করোনা আবহে মল্লিকবাড়ির পুজো হচ্ছে নিয়মবিধি মেনে। সেই ছবি শেয়ার করেছেন কোয়েল নিজেই। কিন্তু কোয়েলের ট্যুইটারের পিনড ট্যুইটটি ছেলের নামেরই।