দুবাই: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। এই ম্যাচে আরসিবি দলে একটি বদল হয়েছে। বিরাট জানিয়েছেন, শ্রীলঙ্কার বাঁ হাতি পেসার ইসুরু উদানার বদলে স্পিনার-অলরাউন্ডার হিসেবে দলে এসেছেন ইংল্যান্ডের অফ-স্পিনার মইন আলি। অন্যদিকে, সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি জানিয়েছেন, তাঁর দলে দু’টি বদল হয়েছে। বাদ পড়েছেন জোশ হ্যাজেলউড ও শার্দুল ঠাকুর। দলে এসেছেন মিচেল স্যান্টনার ও মনু কুমার।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল- দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, মইন আলি, গুরকিরত সিংহ মান, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহল।
চেন্নাই সুপার কিংস দল- রুতুরাজ গায়কোয়াড়, ফাফ দু প্লেসি, অম্বাতি রায়াডু, এন জগদীশন, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), স্যাম কারান, রবীন্দ্র জাডেজা, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ইমরান তাহির ও মনু কুমার।
RCB vs CSK, Toss Update: টসে জিতে প্রথমে ব্যাটিং করছে ব্যাঙ্গালোর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Oct 2020 03:12 PM (IST)
এই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে চলে যেতে পারে ব্যাঙ্গালোর।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -