মালদা: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে ফের খুনের অভিযোগ রাজ্যে। বাংলায় এর আগে ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুনের সংখ্যা কম নয়। পার্কসার্কাস, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক এলাকা এই ঘটনার সাক্ষী। তবে অধিকাংশ ঘটনাতেই রাজনৈতিক রং ছিল না। এবার পুরাতন মালদায় খুনের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি।


পুরাতন মালদার সাহাপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, বাড়ির সামনে রাস্তা থেকে উদ্ধার হয়েছে ক্ষতবিক্ষত দেহ। খুনের ওই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। মালদা উত্তরের বিজেপি প্রার্থী, মৃতকে তাঁদের দলীয় সমর্থক বলে দাবি করেছেন। অন্য়দিকে, মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের দাবি, মৃত যুবক তাঁদের দলের কর্মী। যুবককে খুনের প্রতিবাদে এদিন সকালে আড়াই ঘণ্টা মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরিবারের অভিযোগ,সকালে তাপসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর, বাড়ির সামনেই রাস্তা থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুরনো বিবাদের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান মালদা থানার পুলিশের।


বীরভূমের মহম্মদবাজারে পাথর খাদান খুঁড়ে উদ্ধার করা হয়েছিল নিখোঁজ তৃণমূল নেতার দেহ। ঘটনায় এক পাথর ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল পুলিশ। অন্যদিকে, ডায়মন্ড হারবারে আক্রান্ত তৃণমূল কর্মী।ঘটনায় গ্রেফতার হয়েছিলেন এক বিজেপি কর্মী। মালদার হরিশ্চন্দ্রপুরে আবার বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ভোটের আগে খুন, খুনের চেষ্টা, হামলার অভিযোগ ৩ জেলায়। বীরভূমে INTTUC নেতা ও পাথর খাদান মালিককে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছিল। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে আক্রান্ত হয়েছিলেন তৃণমূল কর্মী। অন্যদিকে, মালদায় বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ উঠল।


আরও পড়ুন, ঘূর্ণিঝড়ে-বিধ্বস্ত জলপাইগুড়ি মুখ্যমন্ত্রী যেতেই তোপ শুভেন্দুর, বললেন..


বীরভূমের মহম্মদবাজারে পাথর খাদান মালিক ও INTTUC-র জেলা সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। সালাউদ্দিনের বাড়ি সিউড়িতে। তাঁর পরিবারের দাবি, পাথর খাদানের জমি লিজ দেওয়া নিয়ে কয়েকজনের সঙ্গে বিবাদ চলছিল তৃণমূল নেতার। গত শুক্রবার এক পাথর ব্যবসায়ী সালাউদ্দিনকে মহম্মদবাজারে নিয়ে যান। তারপর থেকেই খোঁজ মিলছিল না INTTUC নেতার। খুনের পর দেহ পাথর খাদানে পুঁতে রাখা হয়েছিল বলে আশঙ্কা প্রকাশ করেন মৃতের আত্মীয়রা। পরিবারের অভিযোগের ভিত্তিতেই মহম্মদবাজারের শালডাঙা গ্রামের একটি পাথর খাদানে মাটি কেটে দেহ উদ্ধার করেছিল পুলিশ। এই ঘটনায় তারক টুডু নামে ওই পাথর ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল মহম্মদবাজার থানার পুলিশ।